বাবলুর রহমান বাবু, শ্যামনগর উপজেলা প্রতিনিধি।
সাতক্ষীরা জেলা শ্যামনগর উপজেলায় ঈশ্বরীপুর ইউনিয়নে,ধুমঘাট গ্রামের, ১৪৭ নং ধমঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যের সম্পত্তির ওপর প্রতিষ্ঠান টি গড়ে তোলে,স্কুলের নামের জায়গা ভোগ দখল অভিযোগ উঠেছে ভূমি দাতার ছেলে মোঃ টিপু সুলতান নামে।
বর্তমান স্কুল টি যে জায়গার উপরে, সেই জায়গার মালিক মোঃ আব্দুল বারী সরদার , ও মোঃ সোলেমান সরদার শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার এর কাছে লিখিত অভিযোগ করে, তাদের জায়গা ফিরে পাওয়ার জন্য। এবং স্কুলের নামের নিজ সম্পত্তির উপর প্রতিষ্ঠান টি গড়ে তোলার জন্য লিখিত অভিযোগ করে। কিন্তু এই বিষয় টি বিভিন্ন রাজনৈতিক প্রভাব দেখিয়ে ধামাচাপা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন জায়গার মালিকরা।এই স্কুলের অরজিনাল জায়গার বিষয় নিয়ে শিক্ষকরা ও কথা বললে তাদের কে বিভিন্ন ভাবে হেনস্থা ও মান অপমান করা হচ্ছে এবং তাদেরকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, বলে অভিযোগ করে শিক্ষকরা।
এলাকা বাসীর অভিযোগ স্কুলটি যথাস্থানে না হওয়ায়, স্কুলটা উন্নয়ন মূলক কাজ থেকে বঞ্চিত হচ্ছে, তাই তাদের দাবি স্কুলটি নিজ সম্পত্তির ওপর স্থাপিত করা হোক এলাকাবাসীর দাবি।