1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন

অসুস্থতার ছুটি দেখিয়ে জেলে যাওয়ার তথ্য গোপন!

শহিদুল ইসলাম, জামালপুর জেলা প্রতিনিধি।
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম,জামালপুর জেলা প্রতিনিধি:।

 

স্ত্রীর করা নারী ও শিশু নির্যাতনের মামলায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক মো. ওয়াহিদুল ইসলাম এখন কারাগারে। অথচ বিষয়টি গোপন রেখে তিনি অফিসে অসুস্থতার অজুহাতে ছুটি নিয়েছেন— যা নিয়ে প্রশাসনে শুরু হয়েছে জোর আলোচনা।

 

জানা গেছে, পারিবারিক দ্বন্দ্বের জেরে স্ত্রী শ্যামলী খাতুন ওয়াহিদুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা করেন। ওই মামলায় ১৩ মে তিনি জামালপুর আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠায়। কিন্তু ওইদিন থেকেই অফিস রেকর্ডে তিনি অসুস্থতার কারণ দেখিয়ে ছুটিতে আছেন বলে উল্লেখ রয়েছে। পরে ১৮ মে আরও একটি আবেদন দিয়ে ছুটি বাড়িয়ে ২১ মে পর্যন্ত নেন।

 

এই ঘটনায় প্রতারণার অভিযোগ উঠেছে। ওয়াহিদুল ইসলামের স্ত্রী ও তার আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন। অফিস সূত্র বলছে, তারা জেল হেফাজতের বিষয়টি জানার আগেই ছুটির আবেদন অনুমোদন করে। ২২ মে স্ত্রী বিষয়টি লিখিতভাবে জানালে তা প্রকাশ্যে আসে।

 

সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুজ্জামান আসিফ বলেন, “২২ মে আমরা জানতে পেরেছি তিনি কারাগারে আছেন। আদালত থেকে এখনো কোনো চিঠি পাইনি। প্রাপ্তি সাপেক্ষে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নৈতিকতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট