মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা,নির্বাহী পরিচালক
সারাদেশে চলমান হত্যা ও সহিংস ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৭ জুলাই (বৃহস্পতিবার) বেলা ১১টা ৩০ মিনিটে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
পটুয়াখালী পৌরসভার ঝাউতলা এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি লঞ্চঘাটে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান রুমি।
মিছিলে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে তারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং সাম্প্রতিক হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলার চরম অবনতির জন্য বর্তমান সরকারকে দায়ী করেন।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মোস্তাফিজুর রহমান রুমি বলেন, দেশজুড়ে পরিকল্পিতভাবে হত্যা ও হামলার ঘটনা ঘটছে। এগুলো ষড়যন্ত্রমূলক। সরকারের নির্লিপ্ততাই এর পেছনে মূল কারণ। স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে দায়িত্ব পালন করছেন, তাতে দেশে কোনোভাবেই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব নয়। বর্তমান সরকারের হাতে দেশের নিরাপত্তা নেই।
তিনি আরও বলেন, যুবদল রাজপথে থেকেই জনগণের নিরাপত্তা ও অধিকার আদায়ে লড়াই করে যাবে।