মোঃ হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র প্রতিনিধি
আবদুস সালাম ভুইয়া মানুষ মাত্রই তার পারিবারিক শিক্ষা থেকে জীবনের পথ চলা শুরু । সময়ের পরিবর্তে সেই মানুষটির মধ্যে আত্ম উপলব্ধী, ন্যায় অন্যায় ও বিবেক জাগ্রত হয় ।তেমনি আমার আত্ম উপলব্ধি হল ব্যক্তির স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজ ও দেশের জন্য যারা জীবনকে উৎসর্গ করেছে তারাই শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। ১৯৭১-এর ২৭ মার্চ মহান স্বাধীনতার ঘোষনা দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তেমনি এক অনন্য শ্রেষ্ঠ ব্যক্তিত্ব যার সততা,আদর্শ ও দেশ প্রেম সমগ্র বাংলাদেশ তথা বিশ্ব স্বীকৃত। বাংলাদেশ স্বাধীনের পর দেশ যখন স্বৈরাচার ও একনায়কতন্ত্র মাধ্যমে গভীর সংকটে নিমজ্জিত ঠিক তখনই আবারো দেশকে গণতান্ত্রিক উপায়ে পুনরুদ্ধার ও উজ্জীবিত করার লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শকে সমুন্নত রেখে ১লা সেপ্টেম্বর ১৯৭৮ সালে গড়ে তুলেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।এরেই ধারাবাহিকতায় গ্রামের কৃষিনির্ভর অর্থনীতিকে শক্তিশালী ও মজবুত করার লক্ষ্যে গড়ে তুলছিলেন অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন। যার অংশ হিসেবে তিনি নিজের হাতে গড়ে তুলেছিলেন “জেলে দল” পরবর্তীতে এর নামকরণ করা হয় “বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল”। আমি শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে দলের একজন নিবেদিত কর্মী হিসেবে ১৯৯১ সাল থেকে আজঅব্দি নিজেকে সম্পৃক্ত রেখেছি এবং ২০১৩ সাল থেকে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের একজন কর্মী হিসেবে নিজেকে আত্মনিয়োগ করেছি।বিগত দিনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল যাদের যাদের নেতৃত্বে পরিচালিত হয়েছে তাদের সাংগঠনিক দক্ষতার অভাবে বা দুর্বলতার কারণে দলটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি বিধায় এক পর্যায়ে গত ২৩ শে সেপ্টেম্বর ২০২৪ইং তারিখে মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বিলুপ্ত হওয়ার আগে ও পরে একজন নগণ্য কর্মী বা সংগঠক হিসেবে দলকে পুনগঠনের জন্য কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নিজেকে সম্পৃক্ত রেখেছি।এমতাবস্থায় আজ প্রায় এক বছর গত হয় বিলুপ্ত কমিটি। যেখানে প্রত্যেকটি নেতা কর্মী দীর্ঘ প্রতীক্ষায় এবং কোথাও কোথাও ধর্য্যচুত হয়ে অনিয়ম ও বিশৃঙ্খলায় জড়িয়ে যাচ্ছে।
তাই আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রনায়ক,গণতন্ত্র পুনরুদ্ধারে ১৮ কোটি মানুষের শেষ ভরসার স্থল, আমার প্রাণপ্রিয় নেতা,শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরী বিএনপি’র প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিকট বিশেষ আবেদন,জাতীয়তাবাদী মৎস্যজীবী দলকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে শহীদ জিয়ার আদর্শের ধারক ও বাহক, যোগ্য নেতৃত্বের মাধ্যমে দ্রুত একটি শক্তিশালী কেন্দ্রীয় কমিটি উপহার দিয়ে দেশ ও জনগণের পাশে দাঁড়িয়ে সকল অপশক্তিকে মোকাবেলা করার সুযোগদানে আপনারা সদয় দৃষ্টি আকর্ষণ করছি।লেখক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী