জি এম আব্বাস উদ্দিন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি
ঈদগা বাজারে টিসিপির ডিলার বৈশাখী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সুভাষ ঘোষ (বাবলু) দুর্নীতি ও হয়রানির অভিযোগ করেছেন টিসিপির কার্ডধারী সাধারণ জনগণ।
১লা জুলাই রোজ মঙ্গলবার সর জমিনে যেয়ে দেখাযায় অসহায় গরীব মানুষ বৃদ্ধ এবং মহিলারা প্যাকেট লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। উপস্থিত ভুক্তভোগীরা দৈনিক সাতক্ষীরা সকাল পত্রিকার প্রতিনিধিকে জানায় আমরা সকাল ৭ /৮ থেকে বেলা ১২টা পর্যন্ত দাঁড়িয়ে আছি। তারা আমাদেরকে বলে ইউ এনও স্যার অফিসে আসেনি ইউ এনও স্যার অফিসে আসলে মাল দেবো,আবার বলে সফটওয়্যার খুলিনি এভাবে আমাদেরকে সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত দাঁড়িয়ে রেখেছে। আমরা মহিলা মানুষ বাড়ি রান্না করতে হবে এদের বারবার বলার স্বার্থে আমাদেরকে মাল ডেলিভারি দিচ্ছে না। এখানে ডিলিয়ার নেই ডিলারের প্রতিনিধিও নেই অপেক্ষায় আছি। প্রতিবারই তারা আমাদের সঙ্গে এমনই আচরণ করে উপস্থিত ভুক্তভোগীরা জানায়।
৫ই জুলাই দুর্নীতিবাজ সরকারের হাত থেকে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীন হয়ে সরকার পতন হয়েছে কিন্তু দোসরদের এখনো পতন হয়নি। এই সুভাষ ঘোষ বাবলু বিগত ফ্যাসীস সরকারের আমলে এই ডিলারশিপ পায় বিগত সরকারের আমলে সে আওয়ামী লীগের ক্যাডার ছিল দাপটে চলেছে এখনো সেই ভাবমূর্তি পরিবর্তন হয়নি। আমাদের দাবি বিগত দুর্নীতিবাজ সরকারের প্রতিনিধি দুর্নীতিবাজ হয়রানী প্রদান কারি সুভাষ ঘোষ বাবলুর ডিলারশিপ বাতিল ও আইনের আওতায়নে বিচারের দাবি উদ্ধাতন কর্তৃপক্ষের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের সঙ্গে মুটো ফোনে টিসিপির মালামাল দেওয়ার অজুহাত দেওয়ার বিষয় জানতে চাই তিনি বলেন আমার কোন দায়িত্ব নেই। পরে তিনি ফোন করে টিসিপির মালামাল দিচ্ছে কিনা খোজ খবর নেন।