মোঃ আব্দুল্লাহ আল মামুন শ্যামনগর উপজেলা ক্রাইম রিপোর্টার
সাতক্ষীরা শ্যামনগর তারিখ ১৪/০৬/২০২৫ ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের ভিড়ে রাজধানীমুখী বাস কাউন্টারগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। বিশেষ করে শ্যামনগর এলাকায় যাত্রীদের দীর্ঘ লাইন ও টিকিট সংকটে ভোগান্তিতে পড়েছেন অনেকেই।
ছুটি শেষে শনিবার (১৪জুন) সকাল থেকেই যাত্রীর চাপ বাড়তে থাকে। দুপুরের পর তা আরও তীব্র হয়। অনেকে আগেই টিকিট কেটে রাখলেও নির্ধারিত সময়ে বাস না পাওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে।
এক যাত্রী বলেন, “টিকিট ছিল, কিন্তু নির্দিষ্ট সময়ে বাস এল না। ১ঘণ্টা দাড়িয়ে আছি।”
অন্যদিকে বাস মালিক ও কর্তৃপক্ষ জানিয়েছেন, অতিরিক্ত যাত্রী সামলাতে অতিরিক্ত ট্রিপ চালু করা হয়েছে।
প্রত্যাশা করা হচ্ছে, আগামী দুই এক দিনের মধ্যেই ভিড় কিছুটা কমবে এবং যাত্রীদের চলাচল স্বাভাবিক হবে।