1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সানন্দবাড়ী কলেজে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শহিদুল ইসলাম, জামালপুর জেলা প্রতিনিধি।
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম, জামালপুর জেলা প্রতিনিধি।

 

২০২৫ সালের এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী কলেজ কর্তৃপক্ষ এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করেন। শনিবার দপুরে সানন্দ বাড়ি কলেজ মিলনায়তন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন সানন্দবাড়ী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নূরুল ইসলাম, সভাপতি, জাতীয়তাবাদী দল (বিএনপি),চর আমখাওয়া ইউনিয়ন শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃহাশেম মাস্টার, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদীদল ,বিএনপি, মোঃ আব্দুল মজিদ জামায়াতের আমির।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিগণ ও অভিভাবকবৃন্দও।

 

সভায় অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, “সানন্দবাড়ী কলেজ কেন্দ্রটি দেওয়ানগঞ্জ উপজেলা শহর থেকে প্রায় 25 কিলোমিটার উত্তরে অবস্থিত। সাধারণত এই এলাকার শিক্ষার্থীরা এখানে এসে পরীক্ষা দিয়ে থাকেন। তাই পরিবেশ অক্ষুন্ন রাখার সকলের নৈতিক দায়িত্ব।”

 

তিনি আরও বলেন, “পরীক্ষাকেন্দ্রের ভেতর ও বাহিরে কোনোভাবেই বিশৃঙ্খলা বা অশান্তি সৃষ্টি করা যাবে না। কেউ কেন্দ্রের পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”

 

প্রধান অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দ বলেন, “এটি আমাদের নিজেদের কেন্দ্র। সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখা আমাদের সম্মানের প্রশ্ন। তাই অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

 

সুশীল সমাজের সদস্যরাও পরীক্ষাকেন্দ্রের পরিবেশ রক্ষা এবং পরীক্ষার্থীদের মানসিক প্রশান্তি নিশ্চিতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।

 

সভা শেষে উপস্থিত সবাই আসন্ন এইচএসসি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট