1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন

কয়রায় পানি ও জলবায়ু অধিকার নিশ্চিতকরণে বাজেট বৈষম্য বন্ধের দাবিতে মানববন্ধন

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

মোঃ ফয়সাল হোসেন,কয়রা উপজেলা

 

খুলনা জেলার উপকূলীয় উপজেলা কয়রা যেখানে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা এবং নিরাপদ পানির সংকট বহুদিন ধরেই জনজীবনে নানামুখী দুর্ভোগ তৈরি করে আসছে। এ পরিস্থিতির প্রতিবাদে ও সমাধানের দাবিতে আজ ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার সকাল ১০টায় কয়রা উপজেলা পরিষদের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।

“পানি ও জলবায়ু অধিকার নিশ্চিত করো, বাজেটে বৈষম্য বন্ধ করো!” এই স্লোগানে আয়োজিত মানববন্ধনের মাধ্যমে পানিসংকট, জলাবদ্ধতা ও বাজেট বৈষম্যজনিত সমস্যার বিরুদ্ধে জনসচেতনতা তৈরি এবং সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।‘অ্যাকশন টু ক্লাইমেট চেঞ্জ এনসিউরিং সাসটেইনেবল সলিউশন (অ্যাকসেস)’ প্রকল্পের অধীনে মানববন্ধনের আয়োজন করে। জাতীয় পর্যায়ের উন্নয়ন সংস্থা ডর্‌প এবং এতে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হেলভেটাস বাংলাদেশ। কয়রা একটি নদী ও উপকূলঘেরা এলাকা, যেখানে অতিবৃষ্টি, নদীভাঙন এবং জোয়ারভাটার ফলে সৃষ্ট দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা এই অঞ্চলের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, “টেকসই বেড়িবাঁধ নির্মাণ ছাড়া কয়রার জলাবদ্ধতা কোনোভাবেই নিরসন সম্ভব নয়। জলাবদ্ধতা থেকে সৃষ্ট স্থায়ী জলাবসান মাটির উর্বরতা ধ্বংস করছে এবং একে ঘিরেই ধ্বংস হচ্ছে আমাদের পানির উৎসগুলো। আজ যদি এই সংকট সমাধানে কার্যকর বাজেট বরাদ্দ ও বাস্তবায়ন না হয়, তাহলে অদূর ভবিষ্যতে এ জনপদ নিরাপদ পানির অভাবে বসবাসের অনুপযুক্ত হয়ে পড়বে। তাই এখনই সময় বাজেট বৃদ্ধি এবং তার সঠিক ও কার্যকর ব্যবহার নিশ্চিত করার।” উপজেলা বাজেট মনিটরিং ক্লাব, মা সংসদ, ও স্বাস্থ্য গ্রাম দলের আয়োজন

বক্তব্য রাখেন বাজেট মনিটরিং ক্লাবের সভাপতি

মো: মনিরুজ্জামান, মা সংসদ ডেপুটি স্পীকার

স্বপ্না মন্ডল, স্বাস্থ্য গ্রাম দলের সভাপতি ফাল্গুনী রানী মন্ডল প্রমুখ। এসম উপস্থিত ছিলেন ডরপ এর পিন্টু চন্দ্র দাস, উপজেলা কো- অডিনেটর, সিডিও, মোঃ মশিউর রহমান, সুমাইয়া আক্তার, সুফিয়া খাতুন, রাজিয়া সুলতানা। মানববন্ধনে তারা হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে বিভিন্ন শ্লোগানের মাধ্যমে তাদের ক্ষোভ ও দাবি প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট