1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৬:১২ অপরাহ্ন

কয়রায় পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

মোঃফয়সাল হোসেন ,কয়রা উপজেলা

 

খুলনার কয়রায় আবারও এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের কাছারি বাড়ি বাজারের পাশের একটি পুকুর থেকে শনিবার (৮ জুন) দুপুর পৌনে ৪টার দিকে মানসিক ভারসাম্যহীন এক নারীর লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেন।

 

নিহত নারীর নাম নমিতা (৪০)। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন এবং দীর্ঘদিন ধরে উত্তর বেদকাশি ইউনিয়নের কাছারি বাড়ি বাজার এলাকার গঙ্গারামের দোকানে থাকতেন। ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

 

কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জি.এম ইমদাদুল হক বলেন , খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসল করতে গিয়ে পুকুরে ডুবে তার মৃত্যু হতে পারে। স্থানীয়দের ভাষ্য, ওই নারী সাঁতার জানতেন না। লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

এর আগে, গত ২৭ মে কয়রার একটি নদীর চরে গলায় শিকল বাঁধা এক বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। তার নাম ছিল আব্দুল মজিদ সানা (৬০)।সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের নতুন লাশ উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট