1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন

কয়রায় মৎস্য ঘের দখলের চেষ্টা, সংঘর্ষে উভয় পক্ষের আহত ২০

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

কয়রা/ খুলনা প্রতিনিধি

 

খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের চৌকুনি গ্রামে মৎস্য ঘের দখলের চেষ্টাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে মৃত আব্দুল ওয়াহাবের ছেলে ওলিয়ার মোল্লা তার মালিকানাধীন মৎস্য ঘেরে গেলে সাহেব আলী মোল্লা (৫৮) ও তার লোকজন সেখানে এসে দখলের চেষ্টা চালায়। এ সময় বাধা দিলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেঁধে যায়।

 

সংঘর্ষে ওলিয়ার মোল্লাসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

ওলিয়ার মোল্লা জানান, তিনি চৌকুনী মৌজার ১০৬ ও ১০৮ নম্বর খতিয়ানে প্রায় ১৪ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে বৈধভাবে মৎস্য ঘের পরিচালনা করে আসছেন। এই জমি নিয়ে সাহেব আলী মোল্লাদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ তারা জোরপূর্বক দখল নিতে গেলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এ বিষয়ে সাহেব আলী মোল্লা গংদের কাছে জানতে চাইলে তারা বলেন আমরা হামলা করেনি তারা বরং আমাদেরকে হামলা করে আহত করেছে।

 

এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং উত্তেজনা প্রশমনে প্রশাসনিক নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট