1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন

কলারোয়া কেঁড়াগাছি সীমান্ত এলাকা থেকে ৬টি স্বর্ণের বারসহ আটক ১জন।

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদন।

সাতক্ষীরা জেলা কলারোয়া কেঁড়াগাছি সীমান্ত এলাকা থেকে ৬টি সোনার বার সহ রাশেদুল ইসলাম নামের এক তরুণকে আটক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ৯ নভেম্বর সকাল ৮টার দিকে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাঁকে আটক করা হয়।আটককৃত রাশেদুল ইসলাম (২৪) কলারোয়ার কেড়াগাছি গ্রামের আনিছুজ্জামানের ছেলে। জব্দকৃত সোনার ওজন ১ কেজি ১০৮ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. আশরাফুল হক বলেন আজ সকালে কাকডাঙ্গার গোয়ালচত্ত্বর বাজার এলাকা দিয়ে ভ্যানে করে যাচ্ছিলেন রাশেদুল। এ সময় তাঁকে আটক করে দেহ তল্লাশি চালায় বিজিবি সদস্যরা। তল্লাশি চালিয়ে তাঁর গায়ে গামছা দিয়ে পেছানো অবস্থায় ৬টি সোনার বার পাওয়া যায়। জব্দকৃত সোনার ওজন ১ কেজি ১০৮ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা।’

বিজিবি অধিনায়ক আরও বলেন, ‘জব্দকৃত সোনা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে। আটককৃত যুবককে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট