মোঃ হাফিজুর রহমান হাফিজ, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বিষধর সাপের কামড়ে অহনা দাশ (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রী করুণ মৃত্যু হয়েছে। নিহত অহনা দাশ ধুলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নরেন নাথ দাশের একমাত্র কন্যা।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট সন্ধ্যায় উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর নিজ বাড়ির রান্নাঘরে চা তৈরির জন্য যায় অহনা। এ সময় একটি ব্যাঙকে তাড়া করতে গিয়ে বিষধর সাপটি রান্নাঘরে প্রবেশ করে। ব্যাঙটি অহনার পায়ের উপর দিয়ে চলে গেলে সাপটি অহনার পায়ে ছোবল দেয় এবং কিছুক্ষণ পর আবারও ছোবল মারে।
প্রথমে স্থানীয় এক কবিরাজের শরণাপন্ন হলেও কোনো ফল মেলেনি। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা তিনদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে অহনা মৃত্যুবরণ করে।
শনিবার দুপুরে উপজেলার পাউখালী সরকারি শ্মশানে সনাতন ধর্মীয় রীতি অনুসারে তাকে সমাধি সম্পন্ন করা হয়। অহনার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শ্মশানে তাকে শেষ বিদায় জানাতে শোকার্ত মানুষের ঢল নামে এবং তাদের অশ্রুজলে পরিবেশ ভারি হয়ে ওঠে।