হাফিজুর রহমান হাফিজ, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।
কালিগঞ্জে রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন এর পূর্ণাঙ্গ কমিটিও অভিষেক অনুষ্ঠান হয়েছে
শনিবার (১৭ মে ২০২৫ ) বিকাল ৪ টার সময়ে রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে পাষে।
কালিগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান ও রায়পুর উন্নয়ন ফাউন্ডেশন সভাপতি জনাব বাবলু হোসেন ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন ইসলাম এর সঞ্চালনায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুর রহমান সাবেক চেয়ারম্যান মথুরের পুর ইউনিয়ন পরিষদ, আব্দুল হাকিম বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান মথুরেশপুর ইউনিয়ন পরিষদ, মিজানুর রহমান গায়েন সাবেক চেয়ারম্যান মথুরাশপুর ইউনিয়ন পরিষদ, ডা. গ ম আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শাহাবুদ্দিন ছোট, হাজী মোকছেদ কারিকর,আবুল হোসেন গাজী,কাশেম মল্লিক,মোস্তফা কারিকর,মাস্টার সিরাজুল ইসলাম, ফজলু রহমান, মহাব্বত।
সভাপতি বাবলু হোসেন, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান,কোষাধ্যক্ষ মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক আলামিন, প্রধান উপদেষ্টা হালিম সরদার, তৈবুর রহমান, মিঠু আহমেদ, প্রফেসর আফজাল হোসেন, আলমগীর হোসেন, শামীম আক্তার মিঠু, মুস্তাহিদ রহমান লিটন, রনি আহমেদ, ডক্টর আব্দুস সালাম কারিগর, মোস্তফা কারিগর আবুল হোসেন মোরশেদ হাজী ।
কমিটির অন্যান্য উপদেষ্টাসহ সদস্যরা হলেন, সহ-সভাপতি ফজলুর রহমান,আলিম সরদার, মমিন তরফদার, ইমান আলী, বারেক গাজি,আফতাব গাজী, আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন সহ যুগ্ন আহবায় শোকর আলী, শাহিনুর রহমান, তাপস ঘোস জলিল তরফদার, মামুন কারিগর ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, আজিজুল, হাজী মোরশেদ গাজী, শহিদুল মল্লিক, মাহবুব, কোরবান আলী, আব্দুল মজিদ, মামুন মল্লিক, আবু বক্কার গাজী, রাসেল, মহাসিন প্রমুখ।
ভার্চুয়ালি ও সক্রিয়ভাবে রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন কমিটির উপস্থিত ছিলেন,
দোয়া ও মোনাজাত করেন রায়পুর উত্তরপাড়া জামে মসজিদ এর ইমাম হাফেজ মাওলানা ইয়াছিন আলী।
রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সেচ্ছায় রক্তদান, ফ্রি অক্সিজেন সেবা, দুর্যোগ কালীন সময়ে সহযোগিতা,শীত বস্ত্র বিতরণ, অসহায় মানুষের মাঝে খাবার সামগ্ৰী বিতরণ,ডাক্তার ও ঔষধ সামগ্রী বিতরণ,নগদ অর্থ,চারা বিতরণ সহ প্রচন্ড দাবদাহে পথচারীদের মাঝে খাবার পানি স্যালাইন পৌঁছে দিয়ে কালিগঞ্জ উপজেলা জুড়ে মানবিক সংগঠনটি সকলের নজর কেড়েছে।
দেশ এবং বিদেশ থেকে যারা এ সংগঠনটিকে সুসংগঠিত করার জন্য চেষ্টা করে যাচ্ছে তারা সকলের কাছে দোয়া আশির্বাদ কামনা করেছেন।