রফিকুল ইসলাম,কালিগঞ্জ উপজেলা সাতক্ষীরা
সহিংসতা বন্ধ করি” সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জে পি,এফ,জি গ্রুপের আয়োজনে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষ্যে র্যালী, আলোচনাসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় কালীগঞ্জ প্রেসক্লাব চত্বরে পিএফজি গ্রুপের এ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সুজন এর সভাপতি ও পিএফজি গ্রুপের সাবেক এ্যাম্বাসেডর শেখ সাইফুল বারী সফু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজন এর উপজেলা শাখার সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সুজনের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এ্যাম্বাসেডর এম হাফিজুর রহমান শিমুল, সুজনের উপজেলা সেক্রেটারী পিএফজি গ্রুপের সমন্বয়কারী সুকুমার দাশ বাচ্চু, লেডিস ক্লাবের সম্পাদিকা ঈলাদেবী আহম্মদ উল্ল্যাহ বাচ্ছু, মীর জাহাঙ্গীর হোসেন, প্রমুখ। এসময় বক্তারা বলেন আন্তর্জাতিক অহিংস দিবসে দাঁড়িয়ে আমরা আমাদের সমাজ ও রাষ্ট্রে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা তথা বিশ্বমানবতার শান্তির স্বপক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানাই অধিকারের প্রশ্নে মানুষকে সচেতন সংগঠিত ও সোচ্চার হওয়ার আমরা জোরালো কন্ঠে আওয়াজ তুলি।