ইব্রাহিম গাজী, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।
সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা কুশুলিয়া ইউনিয়নে,কুশুলিয়া গ্রামের মৃত কাজী বদর উদ্দীনের, ছেলে, কাজী আব্দুস সালাম, একই ইউনিয়নে মথপুর গ্রামে নূরে মোল্লার,ছোট কন্যা মঞ্জুয়ার সাথে শরীয়ত মোতাবেক বিয়ে হয়।আট থেকে নয় বছর আগে আব্দুস সালামের সাথে বিয়ে হবার আগে তার স্ত্রীর দুইটা বিয়ে ছিল। তারপরেও আব্দুস সালাম তাকে নিয়ে ভালো ভাবে সংসার করছিল। তার স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়। একই উপজেলা চার নম্বর দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে শ্রীকালা গ্রামের মোঃ বাকি সরদারের, বড় ছেলে মোঃ রায়হানের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। এই কথা তার স্বামী কাজী আব্দুস সালাম, জানতে পাড়ায় তার স্ত্রী কৌশলে সোনা গহনা, টাকা নিয়ে, বাবার বাড়ি চলে যায়। পরে তার স্বামী কাজী আব্দুস সালাম কে তালাক দিয়ে দেয় এই ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়। দুই বছর আগের থেকে তার স্ত্রী মঞ্জুয়ারা, পরকীয়ায় লিপ্ত হয় , মোঃ রায়হানের সঙ্গে, ছয় থেকে সাত মাস আগে তার স্ত্রীর দুই ভাই আব্দুল হাকিম ও আব্দুর রহিম মিলিয়া,কাজী আব্দুস সালামের বাড়ি থেকে লুটপাট করে নিয়ে যায় এই ঘটনা নিয়ে কোর্টে মামলা দেয়, বর্তমান কালিগঞ্জ থানায় মামলা তদন্তধিন আছে । এবং তার স্ত্রীকে দুই ভাই মিলিয়া, বিদেশ পাঠানোর চেষ্টা করতে থাকে এবং তার স্ত্রীর দুই ভাই ও তার পরকীয়া প্রেমিক, মোঃরায়হানের কুপরামর্শে কাজী আব্দুস সালামের স্ত্রী পেটের বাচ্চা দুইবার নষ্ট করে দেয়। এছাড়াও তার স্ত্রীর বড় বোন মনিরার ছয়টি বিয়ে হয় এবং তার স্ত্রীর কাজী আব্দুস সালামের সাথে বিয়ে হবার আগেও দুটো বিয়ে ছিল তারা একটা প্রতারক চক্র ।কাজী আব্দুস সালাম সাংবাদিককে জানাই , সু কৌশলে তার কাছ থেকে লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে, এইসব টাকা চাওয়ায় ঝগড়া বিবাদ হতে,কাজী আব্দুস সালাম, স্বতন্ত্র প্রার্থী হয়ে কালিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যানি নির্বাচন করে। স্বৈরাচার সরকার পতনের পর, বর্তমান স্থানীয় কিছু লোক তাকে আওয়ামী লীগ বানানোর আব্দুস সালাম দাবি করে তার আওয়ামী লীগের কোন জায়গায় নাম -নাই চেষ্টা করে, তার স্ত্রী দুই ভাই আব্দুর রহিম,আব্দুল হাকিম ও তারপরকীয়া প্রেম মোঃরায়হান তাকে প্রাণ মাসের হুমকি দিচ্ছে।