ইব্রাহিম গাজী, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম স্যারের দিক নির্দেশনায় জনাব মুহাম্মদ হাফিজুর রহমান, অফিসার ইনচার্জ, কালিগঞ্জ থানার নেতৃত্বে ১৩/০৭/২০২৫ খ্রিঃ ০৮.০৫ ঘটিকার সময় এসআই(নিঃ) তাপস কুুমার ঘোষাল সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনাকালে কালিগঞ্জ থানাধীন ০১ নং কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর ও কালিকাপুর গ্রামস্থ মাঝ বরাবর ব্রিজের উপর হতে আসামী ১। মোঃ মামুন(২৫), পিতা- শামছুর রহমান, ০২। শাওন মোড়ল(২৪), পিতা- সেলিম রেজা, উভয় সাং- নোয়াবেকী, থানা- কালিগঞ্জ, ০৩। আল আমিন কারিকর(২৭), পিতা- আঃ আলিম কারিকর, সাং- তেঘরিয়া, থানা- কালিগঞ্জ, সর্বজেলা- সাতক্ষীরাদেরকে গ্রেফতার করেন। ধৃত আসামীদের বিরুদ্ধে কালিগঞ্জ থানার মামলা নং-০৩, তাং-১৩/০৭/২৫, ধারা- ৩৬(ক) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ দায়ের করে ।
উক্ত আসামীদেরকে ১৩/০৭/২০২৫ খ্রিঃ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।