বাবলুর রহমান বাবু, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।
সাতক্ষীরা কালিগঞ্জে ৪শ’ গ্রাম গাঁজাসহ মোঃ ওবায়দুল্লাহ (৪১) নামে এক মাদক কারবারীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক ওবায়দুল্লাহ কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের আব্দুল গাজীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ওবায়দুল্লাহর বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ি থেকে ৪শ’ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, তাকে আদালতে পাঠানো হয়েছে।