মোঃ মহাসিন, কালিগঞ্জ
সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ভদ্রখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মিজানুর রহমান (৫২) কিডনী রোগে আক্রান্ত হয়ে রবিবার (১৫ সেপ্টেম্বর) সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালে সকাল আনুমানিক ৭.৩০ মিনিটে ইন্তেকাল করিয়াছেন। ( ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রজিউন)। মো মিজানুর রহমান দীর্ঘদিন কিডনি রোগে আক্রান্ত ছিলেন। তিনি প্রথমে কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সকারী শিক্ষক হিসেবে চাকরি করেছিলেন পরবর্তীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চাকরি পান। দীর্ঘদিন কিডনি রোগে অসুস্থ এর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সে কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র মৃত্যুকালে তিনি মাতা, স্ত্রী ,এক ছেলে ,এক মেয়েসহ আত্মীয়-স্বজন গুনাগ্রহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবারের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মহরম মিজানুর রহমানের জানাযা নামাজ রবিবার আছর বাদ মহৎপুর সরকারি ঈদগা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সরকারি গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। শিক্ষক মিজানুর রহমানের মৃত্যুতে ভদ্রখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী ও সরকারি কালিগঞ্জ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।