বিধান চন্দ্র রায়,দিনাজপুর জেলা প্রতিনিধি
“দুধের অপার শক্তিতে,মেতে উঠি একসাথে ” এই প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরের কাহারোল উপজেলায় বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে মিল্ক ফিডিং বিযয়ক আলোচনা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
রবিবার (২৯ জুন ২০২৫) সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ও প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প (এল, ডি ,ডি ,পি) প্রাণিসম্পদ অধিদপ্তর , বাংলাদেশ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর সহযোগিতায় মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্লাস রুমে প্রধান অতিথি হিসেবে জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আব্দুর রহিম এর উপস্থিতিতে বিশ্ব দুধ দিবস অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু সরফরাজ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জিন্নাত আলী ও মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষকমন্ডলী, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও সুধীজন। শেষে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের মাঝে পুষ্টিকর ইউ এইচ টি তরল দুধ ও স্ন্যাকসের প্যাকেট বিতরণ করা হয়।