1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন

খুলনায় গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধে ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ কর্মশালা শুরু

সঞ্চিতা সরকার,খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

সঞ্চিতা সরকার খুলনা ক্যাম্পাস প্রতিনিধি

 

গুজব ও ভুয়া তথ্যের বিস্তার রোধে শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে খুলনায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ কর্মশালা ।

সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (স্যাকমিড) এর উদ্যোগে আজ ১৫ই জুলাই মঙ্গলবার নগরীর সিএসএস আভা সেন্টারে শুরু হয়েছে কর্মশালাটি। যেখানে অংশগ্রহণ সম্পর্কে করেছেন খুলনার বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ইনস্টিটিউট ও মাদ্রাসার মোট ২০ জন শিক্ষার্থী।

 

বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে পরিচালিত “ডিজিটাল ঝুঁকি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়ানোর মাধ্যমে প্রচারমাধ্যম কর্মী, ছাত্রী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর নারীদের ক্ষমতায়ন” প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণটি পরিচালিত হচ্ছে। খুলনা জেলায় এই প্রকল্প বাস্তবায়নে স্থানীয় এনজিও পার্টনার হিসেবে কাজ করছে কমিউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

 

কর্মশালাটি পরিচালনা করছেন বাংলাদেশের অন্যতম ফ্যাক্ট-চেকিং বিশেষজ্ঞ মিনহাজ আমান। তিনি জানান, “এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা হাতে-কলমে শিখছেন কিভাবে বিভিন্ন টুল ও কৌশল ব্যবহার করে তথ্য যাচাই, দায়িত্বশীলভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং অনলাইনে নিরাপদভাবে যোগাযোগ করতে হয়।

প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে গুজব ও ভুয়া তথ্য কীভাবে ছড়িয়ে পড়ে, কারা এর সুবিধাভোগী, এবং কীভাবে এগুলো শনাক্ত করতে হয়।

 

এছাড়া অংশগ্রহণকারীরা গুগল রিভার্স ইমেজ সার্চ, ইনভিড, গুগল অ্যাডভান্সড সার্চ এবং ওয়েব আর্কাইভিং প্ল্যাটফর্মের মতো ডিজিটাল টুল ব্যবহার করে কনটেন্ট যাচাই, ভুয়া তথ্য শনাক্তকরণ ও তথ্যের উৎস অনুসন্ধান শিখছেন।

 

প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যাকমিডের কর্মকর্তা এবং কমিউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হুসনে আরা। দু’দিনব্যাপী এই ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ আগামী ১৬ জুলাই শেষ হবে।

 

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা স্থানীয় পর্যায়ে কাজে লাগানোর লক্ষ্যে আগামী ১৭ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অধিদফতরের বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন।

 

স্যাকমিডের লক্ষ্য খুলনাসহ কুমিল্লা ও সিরাজগঞ্জ জেলায় আগামী এক বছরে এই ধরনের ফ্যাক্ট-চেকিং ও ডিজিটাল সচেতনতা কার্যক্রম চালিয়ে যাওয়া। এর মাধ্যমে নারী ও তরুণদের মধ্যে ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধে সক্ষমতা তৈরি, ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং নিরাপদ অনলাইন ব্যবহার নিশ্চিত করতে কাজ করবে স্যাকমিড।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট