হেমায়েতপুর, যাদুচরে আব্দুল আজিজ মিয়ার বাড়ি থেকে ২৫ নভেম্বর আল-আমিন (২৪)নামে এক যুবকের ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় লাস উদ্ধার করেন সাভার মডেল থানা পুলিশ। নিহত স্ত্রী লাবণী আক্তার(১৯) জানান গার্মেন্টস থেকে ডিউটি শেষ করে এসে দেখে রুমের দরজা খোলা। দরজা ধাক্কা দিয়ে স্বামী নিহত আল-আমীনের ওড়না পেঁচানো ঝুলন্ত লাস । তাহ্ দেখে আশপাশের লোক জন কে ডাক দেন। নিহত মোঃ আল-আমিন/স্ত্রী নামঃলাবনী বয়সঃ ২৪পিতাঃ ওহেদ আলী মৃত্যু গ্রামঃ চওড়াপাড়া, আলমবিদিতর থানাঃ গংগাচড়া জেলাঃরংপুর আশপাশের লোকজন সাভার মডেল থানা পুলিশ কে জানানোর পরে। নিহত আল-আমিন এর লাস ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেন সাভার মডেল থানা পুলিশ