মো: রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
বৈষম্য আন্দোলন ছাত্র আন্দোলন নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড রাজনৈতিক কুমিরা ইউনিয়নের বিভিন্ন প্রকাশনা গ্রাফিটি এঁকে তৈরি কুমিরা ছাত্র সমাজ। একই সঙ্গে পুলিশের দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বৈঠক ও জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন তারা।
রবিবার ও সোমবার (১৬ সেপ্টেম্বর) দিন ধরে চট্টগ্রামের সীতাকুণ্ড রাজনৈতিক কুমিরা ইউনিয়নের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে কুমিরা সমাজের উদ্যোগে স্বনামধন্য গ্রাফিতি জুলফিকার মেরে টিআই সমন্বিত গ্রাফিতি আঁক ও জনসচেতনতামূলক প্রচারণা পালন করছেন।
এ সময় উপস্থিত ছিলেন কুমিরা ছাত্র সমাজ এর আহমেদ নাজিম, তৌহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম শাওন, মো. ইমিয়াজ,সাব্বির সং,মোরশেদ আলম,তাহসিন আলমগীর,নোমান হোসেন,মিনহাজ সহ প্রমূখ। গ্রাফিট জুলফিকের টিম রংয়ে বিভিন্ন দেওয়ালে প্রতিবাদ আন্দোলন আন্দোলনের স্গান ফুটিয়ে তুলেছেন। আন্দোলনকে উপজীব্য করে চিত্রধারণ করা হচ্ছে।
কুমিরা সমাজের ছাত্র তৌহিদুল ইসলাম বলেন, শুধু বাক স্বাধীনতা নয়, দেশ সংস্কারের জন্য কাজ করব। লতিফা সিদ্দিক ডিগ্রি ছাত্র এর জয়নাল আবে রিজভী বলেন, সবার জন্য বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে কুমিরা ছাত্রসমাজ।