কামরুল হাসান কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।
নদীর নব্যতা না থাকায় প্রতি বছর বর্ষা মৌসুমে নদীর স্রতের কারনে বিপুল পরিমান জমি,বসত ভিটা নদীর তলে বিলিন হয়ে যায়,তার সঙ্গে মানুষের স্বপ্নগুলো বিলীন হয়ে যায়।
অনেকেই নির্ঘুম রাত কাটায় কখন তাদের বসতভিটা ভেঙ্গে যায়।নদী ভাঙ্গার কারণে হাজার হাজার মানুষ ভূমিহীন ও বাস্তবহীন হচ্ছে।
তার ওই ধারাবাহিকতায় নাগেশ্বরী চর উন্নয়ন কমিটি ও নারায়ণপুর ইউনিয়নের বাসিন্দারের উদ্যোগে নদী ভাঙ্গন প্রতিরোধে চৌদ্দঘুড়ি ইউনিয়নে মানববন্ধন আয়োজন করা হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন নাগেশ্বরী পৌর বিএনপি’র সিনিয়র আহ্বায়ক জনাব ওমর ফারুক, পৌর বিএনপি’র যুগ্ন আহ্বায়ক জনাব আশরাফুল ইসলাম আপেল, নাগেশ্বরী উপজেলা চর উন্নয়ন কমিটি ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক জনাব শফিউল আলম শফি, নাগেশ্বরী উপজেলা বিএনপি’র সদস্য সচিব জনাব মোখলেসুর রহমান, নাগেশ্বরী উপজেলার চর উন্নয়ন কমিটি ও নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব গোলাম রসুল রাজা,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিক বৃন্দ।
স্থানীয় ব্যক্তিরা নদী ভাঙ্গন প্রতিরোধে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণের উপজেলা নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
উপস্থিত বক্তারা বলেন বিগত ফেসিস্ট সরকার মানুষের স্বপ্ন নিয়ে তামাশা করেছে কাজের কাজ কিছুই করেনি, তাদের একটি কাজ ছিল বিদেশে টাকা পাচার করা,তারা আরো বলেন আমরা মানুষের স্বপ্ন গুলোকে আর নষ্ট হতে দিবো না,বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক সামাজিক তথা শিক্ষা, স্বাস্থ্য,বাসস্থান, যাতায়োত অবস্থার উন্নয়ন করা হবে।
উক্ত মানববন্ধনে প্রধান অতিথি উপজেলা বিএনপি’র আহ্বায়ক জনাব গোলাম রসুল রাজা, নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার ও জেলা পরিষদের চেয়ারম্যানের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন,নদী ভাঙ্গনের কারণে জমির চাপার বিলিনের সঙ্গে মানুষের স্বপ্নগুলো চাপায় পরছে।তাই অনতিবিলম্বে নদী ভাঙ্গন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা ও বাধ নির্মাণে উদ্যোগ গ্রহণে আহ্বান জানান।