1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন

জমে উঠেছে ইসলামপুর প্রেসক্লাব নির্বাচন

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে
Ff
Hh

 

শরিফ মিয়া, ইসলামপুর

 

 

ইসলামপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি। দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচনী পরিবেশ ততই জমজমাট হয়ে উঠেছে। শেষ সময় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

 

আগামী ২৮ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতার কথা থাকলেও ইতিমধ্যে ৬টি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনকে কেন্দ্র করে ইসলামপুর প্রেসক্লাব এখন অনেকটাই উৎসবমুখর। নির্বাচনকে ঘিরে প্রেসক্লাব কার্যালয়ে এখন সাংবাদিকদের আনাগোনা আগের তুলনায় বেড়েছে। শেষ সময়ে ভোটারদের সঙ্গে আলাপচারিতায় সময় দিচ্ছেন প্রার্থীরা। বেশিরভাগ প্রার্থী সকাল থেকে রাত অবধি সময় কাটাচ্ছেন প্রেসক্লাব প্রাঙ্গণে।

 

সাধারণ সদস্যদের মধ্যেও দেখা যাচ্ছে নির্বাচনের আমেজ। নির্বাচনকে সামনে রেখে ক্লাবে বাড়তি সময় দেয়ার প্রবণতা দেখা গেছে সকলের মধ্যে।

 

জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী সকল প্রার্থী। প্রার্থীরা নির্বাচনে জিতে তারা ইসলামপুর প্রেসক্লাবের গণতান্ত্রিক ঐতিহ্য পুনরুদ্ধারের অঙ্গিকার করেছেন।

 

সভাপতি পদে লড়ছেন দৈনিক ভোরের কাগজ ও ভোরের ডাক ইসলামপুর প্রতিনিধি মোরাদুজ্জামান, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি খাদেমুল হক বাবুল, মোহনা টেলিভিশন ও খোলা কাগজ প্রতিনিধি ওসমান হারুন। তারা তিন জনেই জয়ের ব্যাপারে আশাবাদী।

 

সাধারণ সম্পাদক পদে লড়ছেন দৈনিক যায়যায়দিন ইসলামপুর প্রতিনিধি হাফিজ লিটন, দৈনিক আজকের পত্রিকার এম.কে দোলন বিশ্বাস, সাংবাদিক এম. শফিকুল ইসলাম ফারুক, বিজয় টিভি ও মানব জমিন প্রতিনিধি ইয়ামিন মিয়া। সিনিয়র সহ-সভাপতি পদে মো: কোরবান আলী, শহিদুল ইসলাম কাজল, সহ-সভাপতি রহিমা সুলতানা মুকুল, আব্দুল মোতালেব, যুগ্ম সম্পাদক পদে আশিকুর রহমান আশিক, হোসেন শাহ্ ফকির, কোষাধ্যক্ষ পদে রোকনুজ্জামান সবুজ, হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক পড়ে রফিকুল ইসলাম রঞ্জু ও এসএম হোসেন রানা।

 

এছাড়া সহ সম্পাদক পদে সাহিদুর রহমান, ক্রীড়া সম্পাদক পদে মশিউর রহমান টুটুল, সাহিত্য সম্পাদক পদে ফারুক আল আজাদ বকুল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে আব্দুল্ল্যাহ আল লোমান, কার্যকরী সদস্য-১ আঃ সামাদ ও কার্যকরী সদস্য-২ পদে শিবু ভট্রাচার্য্য তাদের কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট