জান্নাতুল ফেরদৌস পটুয়াখালী সদর উপজেলা প্রতিনিধিঃ
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পটুয়াখালী জেলা কমিটির উদ্যোগে ২০০১ সালের ২০ জানুয়ারী পল্টনে বোমা হামলা করে হত্যাকান্ডের সুষ্ঠি তদন্ত ও বিচার এবং জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষনা, বর্ধিত ভ্যাট ও নিত্যপন্যের দাম কমাও, বাজার সিন্ডিকেট ভসঙো, সার্বজনীন রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালুসহ বিভিন্ন দাবীতে পথসভা অনুষ্ঠিত।
রবিবার বেলা ১১ টায় ডিসি কোর্টের পশ্চিমগেটে উক্তদাবীতে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পর্টির সভাপতি কমরেড মোতালেব মোল্লা, সাধারন সম্পাদক সমির চন্দ্র কর্মকার, সাংগঠনিক সম্পাদক ডাঃ সুভাষ চন্দ্র নাগ।
বক্তারা, ২০০১ সালের ২০ জানুয়ারী পল্টনে বোমা হামলা করে হত্যাকান্ডের সুষ্ঠি তদন্ত ও বিচার এবং জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষনা, বর্ধিত ভ্যাট ও নিত্যপন্যের দাম কমাও, বাজার সিন্ডিকেট ভসঙো, সার্বজনীন রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু করার জন্য অন্তবর্তী সরকারের কাছে জোর দাবী করেন।