মাহাবুব রহমান, রাজশাহী জেলা স্টাফ রিপোর্টার।
রাজশাহী ১ আসনে তানোর গোদাগাড়ী সাবেক এমপি কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির বাংলাদেশ জামায়াত ইসলামী, অধ্যাপক মুজিবুর রহমান। সাথে ছিলেন রাজশাহী মহানগরীর সেক্রেটারি জনাব ইমাজ উদ্দিন মন্ডল, গোদাগাড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক কামারুজ্জামান,গোদাগাড়ী পৌরসভার মেয়র পদপ্রার্থী ড. মো: ওবায়দুল্লাহ…. গোদাগাড়ী।
চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা সেক্রেটারি আমানুল্লাহ বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকায় তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গেলেন।বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র নায়েবে আমির, ওরাজশাহী ১আসনে তানোর গোদাগাড়ী সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
অসুস্থতার খবর শুনে বুধবার ৯ই জুলাই সকাল ১১ টায় তাকে দেখতে যান। এছাড়াও ওই সময় রাজশাহী বৃহত্ত জুড়ে বিভিন্ন উপজেলা ইউনিয়ন চিকিৎসাধীন রোগীদের স্বাস্থ্যের খোঁজখবর, সৌজন্য সাক্ষাৎ এবং চিকিৎসা সংক্রান্ত খোঁজখবর নেন।
খোঁজ খবর নেওয়া কালে সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান বলেন, আমি তাদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছি এবং দ্রুত আরোগ্য কামনা করছি। আমি দোয়া করি আমানুল্লাহ ভাই সহ যারা অসুস্থ ভাই সহ যারা ভর্তি আছেন আল্লাহ পাক যেন তাদের সকলকে সুস্থতা দান করে পরিবারের মাঝে ফিরিয়ে দেন আমিন।