মোঃকামাল উদিন ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের একটি পুকুর ইব্রাহিম (৬৫) নামে এক ব্যক্তি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে পুলিশ।
ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট তৈরি করছে পুলিশ।
মঙ্গলবার (২৭ মে) ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৫নংদুওসুও ইউনিয়নের বেংরোল জিয়াবাড়ী দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই ইউনিয়নের দক্ষিণপাড়া মসজিদ সংলগ্ন একটি পুকুর থেকে মোঃ ইব্রাহিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বাসা ওই গ্রামেই। এলাকাবাসী ধারণা করছে, তাকে মেরে পুকুরে ফেলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, জানা গেছে মধ্যরাতে এ ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে স্বজনরা বাসায় নিয়ে গিয়েছিল। তবে মৃত্যুর বিষয়টি নিয়ে অভিযোগ উঠে যে, তাকে মেরে পুকুরে ফেলে দেয়া হয়। অভিযোগের ভিত্তিতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে থানায় আনা হয়েছে তথ্য উৎঘাটনে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে।