বেলাল হোসেন ঠাকুরগাঁও জেলা
ঠাকুরগাঁওয়ে ভুয়া বীজ সরবরাহের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। ক্ষতিপূরণের দাবিতে মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বরে ভুক্তভোগী শতাধিক কৃষক মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে কৃষকরা অভিযোগ করেন, ইয়াকুব ট্রেড ইন্টারন্যাশনাল/মেসার্স ইয়াকুব ট্রেডার্স কর্তৃপক্ষ তাদের কাছে নিম্নমানের ও ভুয়া ভুট্টার বীজ সরবরাহ করেছে। বীজ বপনের পর জমিতে অঙ্কুরোদ্গম ব্যর্থ হয় এবং কিছু অংশে অঙ্কুরিত হলেও পরে নষ্ট হয়ে যায়। এতে কৃষকের পুরো ফসল ধ্বংস হয়ে যায়। ফলে তারা অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হন।
মানববন্ধন শেষে কৃষকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে গিয়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন
👉 “ভুয়া বীজের ক্ষতিপূরণ দিতে হবে”
👉 “কৃষকের ন্যায্য দাবি মানতে হবে”
👉 “কৃষক বাঁচাও, কৃষি বাঁচাও”
এসময় বক্তারা বলেন, “আমাদের সর্বস্ব দিয়ে আমরা জমি চাষ করি। কিন্তু ভুয়া বীজের কারণে আমাদের বছরের পর বছর পরিশ্রম নষ্ট হয়ে গেছে। আমরা ঋণগ্রস্ত হয়ে পড়েছি। সরকারের কাছে জোর দাবি জানাই, যেন দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়।”
মানববন্ধনে কৃষকরা আরও জানান, ভুয়া বীজের কারণে তারা একদিকে ঋণ শোধ করতে পারছেন না, অন্যদিকে সংসারের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। এমন পরিস্থিতি চলতে থাকলে কৃষকদের কৃষিকাজ থেকে বিমুখ হওয়ার শঙ্কা রয়েছে।
মানববন্ধনের আয়োজক ভুক্তভোগী কৃষক ও সাধারণ কৃষক ঐক্য পরিষদ, ঠাকুরগাঁও জানিয়েছে, দ্রুত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া না হলে তারা আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।