1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন

ঠাকুরগাঁও হরিপুরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের ১৭ জন আত্মীয়..   

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

 

এ.কে. আজাদ (ঠাকুরগাঁও)

 হরিপুর ঠাকুরকে তোররা বালিকা উচ্চ বিদ্যালয়ে ২১ জন শিক্ষক- প্রধানের মধ্যে ১৭ জন শিক্ষক সহ তার আত্মজন জানিয়েছেন।

 

স্থানীয়রা জানান, দলীয় কর্মরত ৪ জন শিক্ষক-অধিনায়ক। বাকিরা প্রধান শিক্ষক লুৎফর রহমানের নিকটাত্মীয়। দীর্ঘ ৩০ বছর ধরে এই স্কুলে শান্তি প্রধান শিক্ষক লুৎফর রহমান ক্ষমতার অপব্যবহার করে এমন রাজনীতিক বলে অভিযোগ আছে। অত্যাধিক নিয়মনীতি ব্যায়্যাতয় ঘটিতি দুই আত্মীয়কে কেন্দ্র করে পদে কর্মরত লুফর রহমান, যা বাতিলের দাবির প্রতিবাদে ঠাকুরগাঁও আদালতে পাকিস্তানের সমালোচনার ঘটনাটি মনে হয় অনেক বেলাল উদ্দেশে।

 

জানা গেছে, ঠাকুরগাঁও কমিশনার হরিপুর সদর ইউনিয়নের তোররা উনার বালিকা উচ্চ বিদ্যালয়টি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। ২০০০ সালে এটিও অন্তর্ভুক্ত হয়। নিজের আধিপত্য বিস্তারের জন্য কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে প্রধান শিক্ষক নিজের ভাই, স্ত্রী, মামাশ্বশুর, ভাইয়ের ফুশাশুড়ি ও ভাগ্নে সহ আত্মীয়দের বিভিন্ন পদে দেন।

 

বর্তমানে এ দলে শিক্ষক-প্রতিবন্ধক মোট ২১ জন কর্মরত। এর মধ্যে ১৭ জনই প্রধান শিক্ষকের পরিবার ও আত্মীয় ও স্বজন। এরা তিন- সহকারী প্রধান শিক্ষক মহসিন আলী লুৎফর রহমানের চাচাতো ভাই, সহকারী শিক্ষক মোছা। পারভীন আক্তার প্রধান শিক্ষকের স্ত্রী, সহকারী মৌলভী আবেদ আলী লুৎফর রহমানের চাচাতো চাচা, সহ শিক্ষক মসলিমও চাচাতো ভাই, সহ শিক্ষক মোছা। সাবিনা খাতুন চাচাতো বোন, সহ শিক্ষক জয়নাল আবেদিন আপন চাচাতো ভগ্নিপতি, কম্পিউটার শিক্ষক জসিমউদদিন চাচাতো ভাই, সহকারী শিক্ষক (শরীরধারা) আমিনুল ইসলাম মামাশ্বশুর, সহকারী শিক্ষক জসিম চাচাতো বোনের চাচাশ্বশুর, সহকারী শিক্ষক মোছা। হোসনেয়া বেগম লুৎফর রহমানের চাচাতো ভাইয়ের ফুশা ফুশা সহকারী শিক্ষক আলতার ভাইচ্নে, অফিস ইউসুফ লুৎফর রহমানের চাটো ভাই, পিয়ন আবদুল সালাম লুৎফর রহমান ভাগ্নের ভাগ্নের ভাগ এমএস লুৎফর রহমান ভাগ্নের ভাগরতা এমএস লুৎফর রহমান প্রধানের ছেলের ছেলে, অফিসের উপযোগী এবং আক্তার কাফনের রহমান।

 

এ বিষয়ে আলোচনার শিক্ষক লুৎফর রহমান সকালের সময়কে বলেন, আমি যা করেছি নিয়ম প্রধান করেছি। একই দলের সদস্যদের বিষয়ে জানতে চাইলে তিনি সদুত্তর দিয়ে যান।

 

মিডিয়াক শিক্ষা রায়হানুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছু না বলে জানান। তবে আপনি যদি খাতিয়ে নীতি গ্রহণ করতে আশ্বাস দেন তিনি।

 

তোরা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রলীগ ও পৌরসভা নির্বাচনে মো. আরিফ স্বাভাবিক একে জানান, তারামালা ও নিয়মনীতিটি দেখাব তা আমরা খতিয়ে দেখব। এনং নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট