শহিদুল ইসলাম, জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।
মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টায় ডাংধরা ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সরোয়ার-ই-আলম, ডাংধরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ ফটিক, সহ-সভাপতি মহসিন উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুজ্জামান, যুবদলের আহ্বায়ক মমতাজুল ফারুক বিপ্লবসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘Shamsho Ddoha’ নামক একটি আইডি থেকে ডাংধরা ইউনিয়ন বিএনপির নামে অপপ্রচার ও ব্যঙ্গাত্মক মন্তব্য করা হয়। অভিযোগে বলা হয়, উক্ত আইডিটি বাঘারচর পূর্ব পাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে, অবসরপ্রাপ্ত সেনা সদস্য শামসুদ্দোহা পরিচালনা করছেন।
বক্তারা বলেন, “একজন সাবেক সেনা সদস্য হয়ে দলীয় রাজনীতির বিরুদ্ধে এমন বিদ্বেষপূর্ণ মন্তব্য দুঃখজনক এবং নিন্দনীয়। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং নেতাকর্মীরা মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন।”
বিএনপি নেতৃবৃন্দ এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।