1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন

ডিআইজি রেজাউল হকের উপহারে অনুপ্রাণিত শ্যামনগরের শিক্ষার্থীরা

মোঃ শাহিনুর আলম শাহীন, শ্যামনগর উপজেলার প্রতিনিধি।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

মো:শাহীনুর আলম শাহীন,শ্যামনগর উপজেলা প্রতিনিধি

 

শ্রেণীকক্ষে প্রবেশের জন্য সিড়ি বেয়ে উপরের দিকে উঠতেই সম্মুখ পানের দৃষ্টি সীমায় ভেসে ওঠে বিশেষ এক চিঠি। সামনের দেয়ালে বিশাল ফ্রেমে বাঁধানো ইংরেজি অক্ষরে টাইপ করা সেই পত্রে আটকে যাচ্ছে শিক্ষার্থীদের মনোযোগ। ব্যস্ততার কারণে অধিকাংশই পলক বুলিয়ে দ্রুত বেগে চলে যাচ্ছে নির্দিষ্ট গন্তব্যে। তবে অনেকেরই দেখা গেছে একই ফ্রেমের সামনে মুখ উঁচিয়ে ধীরস্থির দাড়িয়ে থাকতে। ‘বিড়বিড়িয়ে’ তারা বাঁধানো সে চিঠির অমোঘ কথাগুলো আওড়ানোর চেষ্টা করছে। বোঝার চেষ্টা করছে পুত্রের শিক্ষকের কাছে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের লেখা শব্দগুলো।

 

বৃহস্পতিবার (২৯ জুলাই) সরেজমিন গেলে এমন চিত্রের দেখা মেলে নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ে। শ্যামনগর উপজেলার স্বনামধন্য ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের বহুতল ভবনের সিঁড়ির সামনে জায়গা পেয়েছে শিশুদের জন্য গুরুত্বপূর্ণ এ দলিল।

 

জানা যায়, ৭০ বছর পূর্তি উপলক্ষে খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক উক্ত চিঠিটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপহার দিয়েছিলেন। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সে মিলনমেলায় বাণিজ্য উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব ও সাবেক এনবিআর চেয়ারম্যানসহ বিশিষ্ট জনদের উপস্থিতিতে তিনি কাঁচের ফ্রেমে বাঁধানো সে চিঠি হস্তান্তর করেন।

 

বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ শিক্ষকদের দাবি চিঠির কথাগুলো পড়ে তারা অনুপ্রাণিত হচ্ছেন। একজন শিক্ষকের কাছে ছাত্রের পিতার পাঠানো চিঠির প্রতিটি শব্দ যেন তাদেরকে সঠিক পথে চলার দিকনির্দেশনা দিচ্ছে।

 

অষ্টম শ্রেণীর ছাত্রী শবনম জানায়, দোতলায় উঠার সময় প্রতিবার চিঠিতে চোখ পড়ে তার। এসময় ভুলে যাওয়া সেসব নির্দেশনা আবারও মনের মাঝে উঁকি দিলে সঠিক পথে চলার প্রেরণা লাভ করে সে।

 

নবম শ্রেণীর ছাত্র ইসরাফিল কৃতজ্ঞতা প্রকাশ করে খুলনা রেঞ্জ ডিআইজ মো: রেজাউল হকের প্রতি। তার দাবি এটা কেবলমাত্র একটা বাঁধানো ফ্রেম না। বরং নীতি নৈতিকতাসহ উজ্জ্বল ভবিষ্যত গড়ার দিকনির্দেশনা রয়েছে সেখানে। শিক্ষকের কাছে ছেলের জন্য লেখা আব্রাহাম লিংকনের চিঠি নানা মুহুর্তের অবশ্য পালনীয় এবং করণীয় স্পষ্ট করে দেয়।

 

প্রায় অভিন্ন মন্তব্য করে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্র জানায়, আরও অনেকের মত সেও চিঠির কথাগুলো বেঝার চেষ্টা করে। ইংরেজি ভাষায় লেখা হওয়ার দরুন অনেক সময় বন্ধুরা মিলে অর্থ খুঁজে বের করারও চেষ্টা চালায়।

 

সিনিয়র শিক্ষক সুশান্ত মন্ডল জানান, শ্রেণীকক্ষে থাকা ছাত্র-ছাত্রীরা মাঝেমধ্যে চিঠির বিষয়ে নানা প্রশ্ন করে। তাতে নিশ্চিত হওয়া যায় দেয়ালে সাটানো উক্ত চিঠিতে লেখা ভাষা তারা বুঝতে চেষ্টা করে। চিঠির শব্দগুলোর প্রতি শিশুদের আগ্রহ তাদের জীবনের উপর স্পষ্ট প্রভাব ফেলছে বলেও দাবি তার।

 

প্রধান শিক্ষক মোঃ শামিম হোসেন বলেন, খুলনা রেঞ্জ ডিআইজি মো: রেজাউল হকের উপহার তার ছাত্র-ছাত্রীদের জ্ঞানের ভাণ্ডারকে সম্মৃদ্ধ করছে। সেখানে স্থান পাওয়া শব্দগুলো শিক্ষার্থীদের মত তার স্ট্যাফদেরকে পর্যন্ত ভিশন অনুপ্রাণিত করে।

 

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির জানান, খুলনার রেঞ্জ ডিআইজি স্যার বই প্রিয় মানুষ। নিজে যেমন পড়তে ভালবাসেন, তেমনি অন্যকে পড়তে দেখলে খুশি হন। স্যারের উপহার ছাত্র-ছাত্রীদের কতখানি কাজে আসছে-দেখতে যেয়ে তিনি পুলকিত

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট