শহিদুল ইসলাম,জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার আমপুর ইউনিয়নের তারাটিয়া বাজারে ডাচ-বাংলা ব্যাংকের নতুন এজেন্ট ব্যাংকিং শাখা এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৮ জুলাই) এই ব্যাংকিং শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাচ-বাংলা ব্যাংকের হেড অফ এজেন্ট ব্যাংকিং আহামেদ আসলাম আল ফেরদৌস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ-বাংলা ব্যাংকের রিজিওনাল হেড মোঃ মাহাবুবুল আলম এবং বিশেষ অতিথি ছিলেন এরিয়া ম্যানেজার মোঃ মনিরুজ্জামান। নতুন এই শাখার এজেন্ট ব্যাংকিং-এর মালিক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ আব্দুল হালিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, ব্যবসায়ী সমাজ, শিক্ষক, সাংবাদিক ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
প্রধান অতিথি আহামেদ আসলাম আল ফেরদৌস বলেন, “ডাচ-বাংলা ব্যাংকের লক্ষ্য হলো দেশের প্রত্যন্ত অঞ্চলে আধুনিক ব্যাংকিং সুবিধা পৌঁছে দেওয়া। এই শাখার মাধ্যমে সাধারণ মানুষ ঘরে বসেই যাবতীয় আর্থিক সেবা পাবেন।”
রিজিওনাল হেড মোঃ মাহাবুবুল আলম বলেন, “এজেন্ট ব্যাংকিং এখন আর কেবল টাকা লেনদেনের মাধ্যম নয়—এটি আর্থিক অন্তর্ভুক্তির একটি কার্যকর হাতিয়ার। আমরা চাই গ্রামীণ জনগণও শহরের মতো সহজে ব্যাংকিং সুবিধা পায়।”
এরিয়া ম্যানেজার মোঃ মনিরুজ্জামান বলেন, “এই এজেন্ট শাখা থেকে সহজেই সঞ্চয় হিসাব খোলা, টাকা জমা ও উত্তোলন, বিদ্যুৎ ও অন্যান্য বিল পরিশোধ, মোবাইল ব্যাংকিং, পেনশন সংক্রান্ত লেনদেনসহ যাবতীয় আধুনিক ব্যাংকিং সুবিধা গ্রহণ করা যাবে।”
শুভ উদ্বোধন উপলক্ষে একটি দোয়া মাহফিল এবং ক্ষুদ্র আপ্যায়নেরও আয়োজন করা হয়।
ব্যাংকের এজেন্ট মালিক মোঃ আব্দুল হালিম তার বক্তব্যে বলেন, “আমি আশা করি, এলাকার মানুষ এই শাখা থেকে সর্বোচ্চ সেবা পাবেন এবং অর্থনৈতিকভাবে আরও সচল হবেন। আমি আন্তরিকভাবে কাজ করতে প্রস্তুত।”
এই নতুন শাখা চালুর মাধ্যমে তারাটিয়া ও আশপাশের গ্রামের মানুষ সহজে ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন, যা স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনবে বলে মত দেন এলাকাবাসী।