শহিদুল ইসলাম, জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান তারাটিয়া আলহাজ লাল মামুদ উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক জনাব মতিউর রহমান এবং নৈশ প্রহরী জনাব ছামিউল হকের অবসর গ্রহণ উপলক্ষে এক হৃদয়গ্রাহী বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ৩ জুলাই ২০২৫ তারিখে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো. মনিরুল ইসলাম সওদাগর, সভাপতি পাররামরামপুর ইউনিয়ন বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুল মোতালেব, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি; মো. আবু তালেব সরকার, প্রধান শিক্ষক তারাটিয়া আলহাজ লতিফ ফজিতননেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি; সফিউল আলম ফর্সা, সাধারণ সম্পাদক, পাররামরামপুর ইউনিয়ন বিএনপি; এবং জনাব আসাদুজ্জামান রবিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ডিগ্রির চর হেফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহের। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিষ্ঠা ও সততার সঙ্গে পরিচালিত কর্মময় জীবনের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, জনাব মতিউর রহমান শিক্ষাক্ষেত্রে যে অবদান রেখেছেন, তা ছাত্র-শিক্ষক ও এলাকাবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। একইসঙ্গে বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে নৈশ প্রহরী ছামিউল হকের অবদানও সকলেই আন্তরিকতার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠান শেষে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে তাঁদের ভবিষ্যৎ জীবনের শান্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।