1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন

দলীয় পরিপন্থী কর্মকাণ্ডে বহিষ্কার যুবদল নেতা, নতুন ভারপ্রাপ্ত আহ্বায়ককে ফুলেল শুভেচ্ছায় বরণ

মোঃ আব্দুল্লাহ আল মামুন, শ্যামনগরে উপজেলা ক্রাইম রিপোর্টার।
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

মো: আব্দুল্লাহ আল মামুন ,শ্যামনগর উপজেলা ক্রাইম রিপোর্টার।

 

শ্যমনগর (সাতক্ষীরা), ২৮ আগস্ট ২০২৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা শাখার আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু বহিষ্কার হয়েছেন। একইসাথে সিনিয়র যুগ্ন আহবায়ক শেখ নাজমুল হক ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্বপান।

দলীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুনা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্যামনগর উপজেলার যুবদলের সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে শফিকুল ইসলাম দুলু দলবিরোধী কর্মকাণ্ড গভীরভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় তদন্ত শেষে তার বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

 

এদিকে বহিষ্কারের পর শ্যামনগর উপজেলা যুবদলের দায়িত্বভার দেওয়া হয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জনপ্রিয় তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ নাজমুল হক-কে। তাঁকে উপজেলা যুবদলের *ভারপ্রাপ্ত আহ্বায়ক* হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

 

দায়িত্বপ্রাপ্তির পরপরই নাজমুল ভাইকে উপজেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ফুলের মালা পরিয়ে বরণ করেন। নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতারা ফুল, মিষ্টি ও শুভেচ্ছা উপহার নিয়ে নতুন আহ্বায়ককে অভিনন্দন জানান।এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে শেখ নাজমুল হক বলেন, “দলীয় শৃঙ্খলা ও আদর্শ বজায় রেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে যুবদলকে আরও সুসংগঠিত করতে আমি সর্বদা সচেষ্ট থাকব।”

 

তিনি আরও বলেন, “যুবদল হচ্ছে দেশের ভবিষ্যতের শক্তি। আমরা ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভূমিকা রাখব। দলে বিভক্তি বা বিশৃঙ্খলার কোনো স্থান নেই।”

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পুরো অনুষ্ঠানজুড়ে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।

 

এই পরিবর্তনের মাধ্যমে শ্যামনগর উপজেলা যুবদলে নতুন নেতৃত্বের সূচনা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা—নতুন আহ্বায়ক শৃঙ্খলা ও ঐক্যের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট