মোঃকামাল উদিন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।
"নিরাপদ পরিবহন - নিরাপদ সড়ক
সড়ক দূর্ঘটনা রোধকল্পে সাধারণ যাত্রী মহল ঠাকুরগাঁও"
আগামী ২৫ জুন ২০২৫ বুধবার সকাল ৭:৩০ মিনিট থেকে পূনরায় বাস সার্ভিস চালু
গত ২২ জুন ২০২৫, রাত ১০:৩০ মিনিটে ঠাকুরগাঁও জেলা মটর মালিক সমিতির সম্মেলন কক্ষে ঠাকুরগাঁও লাহিড়ী-নেকমরদ রুটে বাস সার্ভিস পুনরায় চালু করার জন্য চুড়ান্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
মালিক সমিতির পক্ষে আলোচনায় অংশ নেন মালিক সমিতির সভাপতি নম্র চৌধুরী, সমিতির কোষাধ্যক্ষ মাহিন, যোগাযোগ বিষয়ক সম্পাদক কামাল, নির্বাহী সদস্য বুলবুল। তরুণ উদ্যোক্তা ও বাস মালিক জনাব নির্ণয় চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
যাত্রী সাধারণের পক্ষে,"নিরাপদ সড়ক চাই" ঠাকুরগাঁও জেলার সভাপতি এ্যাডভোকেট জাহিদ ইকবাল, সা. সম্পাদক ননী গোপাল, যাত্রী সাধারণের পক্ষে জাহিদ আনোয়ার রাসেল, মাসুদ আহমেদ সুবর্ণ, আবু বক্কর, মাসুদ রানা বাবুল, প্রভাষক জাকির হোসেন, প্রভাষক বেলাল হোসেন, BHBFC পঞ্চগড় শাখার ম্যানেজার জনাব সোহেল, কৃষিবিদ আব্দুস সালাম, জনাব কামরুজ্জামান প্রমুখ।
আগামী ২৫ জুন বুধবার হতে লাহিড়ী এবং নেকমরদ রুটে নিয়মিত এবং টাইমলি গেটলক বাস চলাচল।
প্রতিটি স্টপেজে বাসের নির্দিষ্ট সময় উল্লেখ করে চার্ট প্রদর্শনী।
প্রতিটি স্টপেজ এ যাত্রী সাধারণের মধ্যে নিরাপদ বাহন; বাসে ভ্রমন করার জন্য সচেতনতা তৈরি ককতে হবে।
যাত্রী নিশ্চিত করার জন্য ব্যাপক প্রচারণা চালাতে হবে।
আসুন আমরা নিরাপদ ভ্রমনের জন্য বাস সার্ভিস ব্যবহার করি, বিপদজনক পরিবহন এড়িয়ে চলি।