শম্ভু সাহা পটুয়াখালী জেলা স্টাফ রিপোর্টার :
দুমকির প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আলীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ উঠেছে। তিনি ১৫ শতাংশ হারে ঘুষ না দিলে ফাইল ছাড়েন না। সম্প্রতি টিআর প্রকল্পের ২ লাখ ৯০ হাজার টাকার বিল পরিশোধের জন্য সরাসরি ৪৫ হাজার টাকা ঘুষ দাবি করেন তিনি। এ সংক্রান্ত সাড়ে তিন মিনিটের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয় এবং প্রিন্ট মিডিয়া প্রকাশিত হয় ।অডিওতে শোনা যায়, এক মহিলা ইউপি সদস্যের স্বামী নান্নু মৃধাকে পিআইও বলেন আপনাকে ৪৫ হাজার টাকা দিতে হবে।
এআই দিয়ে দুমকির প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আলীর বিরুদ্ধে বিরুদ্ধে অপপ্রচার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে দুমকির প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আলীর বিরুদ্ধে অডিও বক্তব্য দাবিতে একটি ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি একটি অডিও দুমকির প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আলীর মন্তব্য হিসেবে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
পাঙ্গাসিয়া ইউনিয়নের দুটি প্রকল্পের সভাপতি মহিলা ইউপি সদস্য, রাহিমা বেগম এর স্বামী নান্নু মৃধার
বক্তব্য হুবহু তুলে ধরা হলো। ঐদিন ঘটনাটা হইছে খবরের অডিও রেকর্ডটা যা শুনলাম, আর আমাদের সাথে যে কথোপকথন হয়েছে বিশ পারছেন ও মিল নেই। জাস্ট এডিট ম্যাডিট করে কি হইছে বোঝা যাচ্ছে না, এডিট করিয়া কোথা থেকে কোথায় নিয়ে গেছে, ঐদিন পিআইও সাথে কথা হইল পিআইও মহোদয়ের কাছে যে বিলটা পাইতাম দুইটা প্রকল্পের বিল তো আমি এবং রহিমা বেগম তার সাথে কথা বলতেছিলাম। তার টেবিলে আরো দুই তিন জন লোক ছিল, আমি তাদেরকে চিনি না। যখন পিআইও মহোদয়ের সাথে কথা বললাম তখন
পিআইও মহোদয় বলল আপনার কাজ ভিজিট করে আসছি, আপনাদের ওখানে যেভাবে কাজ করতে বলা হয়েছে আপনি তো ওভাবে কাজ করতে পারেন নাই। ওখানে আপনার কাজের ত্রুটি হয়েছে, আমি তো বললাম ওখানে কাজের ত্রুটি হয় নাই, সে আমারে ধরাই দিল রাস্তার সাইড বানতে বলছিল, সাইট বান্দি নাই এবং মাটি উচা দিতে বলছিল উচা দেইনি, এবং নাকি আপনারা বিশ পার্সেন্ট কাজ কম হইছে, তো আমারে সে বলল পনের থেকে বিশ পার্সেন্ট এর কাজটা কইরে ফালাই, যদি না করি অফিসের চালানের মাধ্যমে পনের, বিশ পারছেনের টাকা নাকি জমা দিতে হবে। কিন্তু তখন আমি চিন্তা করলাম, যেহেতু আমার এলাকার কাজ অফিসে আমার টাকা দিয়ে লাভ কি, সেজন্য আমি বলছি কাজের ওখানে যতটুকু কম ছিল কাজ সারিয়ে ফেলাইছি। এখানে অডিওটা কে করলো আমার আসলে বোধগম্য নয় এখানে আমি উনাকে কোন টাকা পয়সা দেইনি। আর উনি যে টাকার কথা বলছে ওই টাকা দিয়েই প্রকল্পের কাজ যতটুক বাকি ছিল তা আমি করে ফেলেছি। এই আর কি, এখানে তো
পিআইও কোনভাবে বিপদে ফেলানো হচ্ছে।