দেওয়ানগঞ্জের হাতীভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ আজ শুক্রবার বিকালে ইউপি পরিষদে এক সংবাদ সন্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান বলেন , গত ২৪ সেপ্টেম্বর বিকালে কাঠারবিল বাজারে ইউপি সদস্য শিলামনির স্বামী আশরাফুল ইসলামের সাথে যুবদল ও ছাত্র দলের তিন নেতার সাথে মারধরের ঘটনা ঘটে।
খবর পেয়ে আশরাফুল ইসলামকে উদ্ধার করতে সেখানে যাই। ঐ সময় আমার সাথে বিএনপির যুবদল এবং ছাত্রদলের নেত্রী কর্মীর বাকবিতণ্ডা হয়। আমার কয়েকজন সমর্থকদের সাথে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাদের সাথে হাতাহাতি ও মারধর ঘটনা ঘটে। এ ঘটনায় ইউনিয়ন বিএপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ ও মিথ্যা অপপ্রচারের করে। এই মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতি তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানাই।
আমি একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। দায়িত্ববোধ থেকে ঘটনাস্থলে গিয়ে অপমানিত হয়েছি এবং আমার ছেলে শাহিনুর ও লাঞ্ছিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মাসুদ রানা, শহিদুর রহমান,আশরাফ আলী, খইমদ্দিন,জাহাঙ্গীর, মোনাহার আলী,হারুন ,শিলা মনি, ছইফুল বেগম,লাকী বেগম।