1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন

দেওয়ানগঞ্জে ছেলের হামলায় গুরুতর আহত বাবা ও ফুফু, চিকিৎসাধীন ময়মনসিংহে

শহিদুল ইসলাম, জামালপুর জেলা প্রতিনিধি।
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে
  1. মোঃশহিদুল ইসলাম, জামালপুর জেলা প্রতিনিধি

 

দুই ছেলের লাঠি ও রডের আঘাতে আহত হযে় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রযে়ছে মোঃহাসমত আলী(৬০) নামে এক ব্যক্তি। বর্তমানে তার অবস্থা খুবই আশঙ্কাজনক। মাথায় ৮ টি সেলাই দেওয়া হয়েছে এবং একটি হাতের আঙ্গুল ভেঙে গেছে। এছাড়াও তাকে আঘাত করার সময় তার বোন দৌডে় আসলে তাকেও এলোপাথারি মারপিট করে গরুত্বর আহত করে হাসমতের দুই ছেলে আরিফ ও আতিক। এছাড়াও হাসমত কে বিভিন্নভাবে হুমকি প্রদান করতে থাকে তাকে বাডি়তে উঠতে দেওয়া হবে না।

ঘটনা সূত্রের জানা যায়,মোঃহাসমত আলী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের নিমায়মারি গ্রামে বাসিন্দা। দীর্ঘ সংসার জীবনে আরিফ ও আতিক নামে দুইজন ছেলে সন্তান তার। আরিফ দীর্ঘদিন সৌদি আরবে থাকেন। বেশ কযে়কদিন আগে ছুটি নিযে় তিনি বাডি়তে এসেছেন।কযে়ক বছর আগে থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিযে় বাপ-ছেলেদের সম্পর্কের অবনতি হতে থাকে।এই সম্পর্কের অবনতি থেকেই ছেলেদের বাবার প্রতি একধরনের ঘৃণার জন্ম হয়।পারিবারিক সম্পর্কের অবনতি এবং বিভিন্ন ক্ষোভ থেকেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয় বলে জানায় এলাকাবাসী। নাম প্রকাশ করতে অনিচ্ছুক এলাকাবাসীর অনেকেই বলেন,তাদের বাপ ছেলেদের সম্পর্ক এতটাই খারাপ ছিল যে বিভিন্ন বিষয়গুলো নিযে় প্রতিনিয়তই তাদের মধ্যে কলহ বিবাদ লেগেই থাকতো।প্রতিদিনের মতোই বুধবার (২৭ শে আগস্ট) আনুমানিক রাত ৯ টার সময় হাসমত আলীর বাডি়তে চিৎকার চেঁচামেচি শুরু হয়। চারদিক থেকে প্রতিবেশীরা দৌডে় এসে দেখেন হাসমত আলী ও তার বোন মোছাঃ জুলেখা আহত অবস্থায় মাটিতে পডে় আছে। দুজনেই শরীর থেকেই প্রচন্ড রক্তপাত হচ্ছে। এদিকে তার দুই ছেলে তাদেরকে হাসপাতালে না নিযে় বাডি় ছেডে় পালিয়ে যায়।পরে প্রতিবেশীদের সহযোগিতায় রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিযে় যায়।কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।গত কয়েক দিন ধরে তারা দুইজন চিকিৎসাধীন অবস্থায় রযে়ছেন। এখন পর্যন্ত তার দুই ছেলে তার কোন খবর নেয়নি।,

 

এমন অমানবিক ঘটনার পর থেকেই আরিফ ও আতিক দুই ভাই বাডি় ছেডে় পালিযে় বেড়াচ্ছেন।এমন ঘটনা সম্পর্কে ওই গ্রামের একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসা করলে তারা শুকৌশলে বিষয়টি এডি়যে় যাওয়ার চেষ্টা করেন। তবে এমন ঘটনার তীব্র নিন্দা পোষণ করেন অনেকেই। এমন অমানবিক ঘটনার বিষযে় আরিফের কাছে জানতে চেযে় ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমাদের একান্তই পারিবারিক বিষয় এটা নিযে় আপনাদের কথা না বলাই উচিত।

 

এ বিষয় সম্পর্কে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুল হাসান কে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, এখনো আমার কাছে কোন লিখিত অভিযোগ দাযে়র করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট