শহিদুল ইসলাম,জামালপুর জেলা প্রতিনিধি।
জামালপুরের দেওয়ানগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সাইফুর রহমান (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার পাররামরামপুর ইউনিয়নের উত্তর ভাতখাওয়া গ্রামে এ ঘটনা ঘটে। সাইফুর রহমান ওই গ্রামের বীরমুক্তিযোদ্ধা খলিলুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার দুপুরের সাইফুর রহমান ইলেকট্রনিক্স রাইস কুকারে রান্না করতে যায়। সে সময় বিদ্যুতের শর্টসার্কিটের ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
নিহত সাইফুর রহমানের স্ত্রী শিরিনা বেগম বলেন, আমার সংসারে এক ছেলে এক মেয়ে। সাইফুর রহমান আজ হঠাৎ ইলেকট্রনিক্স রাইস কুকারে আলু সিদ্ধ করতে যায়। শেষ পর্যায়ে এসে এ ঘটনা ঘটে। আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মো. নাজমুল হাসান জানান, বিদ্যুৎস্পৃষ্টে সাইফুর রহমানের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি।