1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন

দেওয়ানগঞ্জে মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

শহিদুল ইসলাম, জামালপুর প্রতিনিধি।
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম, জামালপুর প্রতিনিধি।

 

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর গ্রামে একদিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দরিদ্র ও অসহায় মানুষের চোখের আলো ফিরিয়ে দেওয়ার এই মহতী উদ্যোগ নেন এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শাখাওয়াত হোসেন। তাঁর নিজস্ব উদ্যোগে গঠিত “শাখাওয়াত হোসেন মানবসেবা ফাউন্ডেশন”-এর আয়োজনে এবং ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, জামালপুরের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী এ সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়।

 

গত শনিবার সকাল ৯টায় ডাংধরা ইউনিয়নের বাঘারচর সিনিয়র আলিম মাদ্রাসা প্রাঙ্গণে ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। ভোর থেকেই শত শত দরিদ্র, শ্রমজীবী ও প্রান্তিক মানুষ ভিড় জমাতে থাকেন। চোখের সমস্যায় ভুগলেও যাদের চিকিৎসকের কাছে যাওয়া ছিল অনেকটা স্বপ্ন, তারা এদিন হাতে-নাতে সেবা পান অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে।

 

ইস্পাহানি হাসপাতালের ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত রোগীদের বিনামূল্যে পরীক্ষা ও পরামর্শ দেন। ক্যাম্পে মোট ১৭৬ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। এর মধ্যে ৪৬ জনের মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয় এবং আরও ১৬ জন রোগীকে স্বল্পমূল্যে অপারেশনের জন্য জামালপুরে রেফার করা হয়। বাকী ১১৪ জন স্বল্পমূল্যে ওষুধপত্র বিতরণ করা হয়।

 

চিকিৎসা পরিচালনায় নেতৃত্ব দেন ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ জমির হোসেন (এমবিবিএস, শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল)।

 

স্থানীয় দরিদ্র ও বয়স্ক মানুষদের চোখে এদিন দেখা গেছে ভিন্নরকম স্বস্তি। কেউ কেউ চিকিৎসা ও চশমা পেয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, “চোখের আলো হারিয়ে ফেলবো ভেবেছিলাম, আজ আবার নতুন আশা জাগলো।”

 

মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাখাওয়াত হোসেন বলেন, “আমি চাই গ্রামের অসহায় মানুষদের জন্য নিয়মিতভাবে চিকিৎসা সেবা পৌঁছে দিতে। এই ক্যাম্প শুধুমাত্র চিকিৎসা নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোর এক ছোট্ট প্রচেষ্টা।”

 

গ্রামের মানুষ এ ধরনের মানবিক উদ্যোগকে দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করেছেন। তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এবং আরো অসহায় মানুষ উপকৃত হবে।

 

এ ক্যাম্প কেবল একটি চিকিৎসা কার্যক্রম নয়—এটি মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও প্রান্তিক মানুষের প্রতি ভালোবাসার এক অনন্য নজির হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট