জি এম আব্বাস উদ্দিন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি
স্যার ভিডিপির উদ্যোগে ২৬ শে মে সোমবার সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় আয়োজিত ১০ দিনব্যাপী গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সপ্তম দিন নানা আয়োজন ও সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া এবং ২নং পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।
প্রশিক্ষণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রফিকুল ইসলাম প্রশিক্ষক, আনসার ও ভিডিপি দেবহাটা। উপস্থিত ছিলেন নুর হোসেন, উপজেলা সহকারী আনসার কোম্পানি কমান্ডার, রায়হান বাবু এবং সখিপুর ইউনিয়নের ইউনিয়ন দলনেতা রেহেনা পারভীন।
এ প্রশিক্ষণে মোট ৬৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন, যার মধ্যে ৩২ জন ছেলে ও ৩২ জন মেয়ে। অংশগ্রহণ কারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও আগ্রহ।
অনুষ্ঠানে বক্তারা প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, ভিডিপি সদস্যদের মাধ্যমে দেশের নিরাপত্তা ও সমাজ উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখা সম্ভব। যুব-সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এমন প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।