দেবিদ্বার ,কুমিল্লা
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মিঠু ও তার ছোট ভাই সোহরাব হোসেন শিপু’র বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল ও প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। বৃহস্পতিবার দুপুরে ওই ইউনিয়নের দুয়ারিয়া গ্রামে মানববন্ধন শেষে সংবাদ সম্মেলন করেন তারা।
সংবাদ সম্মেলনে ভূক্তভোগী মোঃ হুমায়ুন কবির বলেন, আমার ও আমার ছোট ভাই মোকবল হোসেনের খরিদকৃত জমি জোরপূর্বক দলখ করেছে আওয়ামীলীগ সন্ত্রাসী ও ধামতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মিঠু। ২০২২ সালে মিঠু চেয়ারম্যান তার ঢাকার অফিসে আমাকে ডেকে নিয়ে জোরপূর্বক একটি বায়না পত্রে স্বাক্ষর করান এবং আমার হাতে একটি ৪৩ লক্ষ টাকার চেক তুলে দেন। আমি সেই চেক নিতে রাজি না হওয়ায় চেয়ারম্যান এবং তার ছোট ভাই সোহরাব হোসেন শিপু আমাকে হত্যার করার হুমকী দেয়। কিছুদিন পূর্বে ঢাকা থেকে ১৫/২০ জন ক্যাডার বাহিনী ভাড়া করে নিয়ে এসে আমাদের বাড়ির পাশে এসে মিঠু হুমকি ধমকি দিতেই থাকে। ঢাকা থেকে ফিরে এসে আমি সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি মহোদয় কাছে বিষয়টা নিয়ে কথা বলি তিনি কোন সমাধা দেয়নি, তখন কার সময় মহিউদ্দিন মিঠু চেয়ারম্যান খমতা দেখিয়ে থানার মাজে জিডি করতে দেয়নি আমি পুলিশের দ্বারে দ্বারে ঘুরেছি কোনো সমাধান পাইনি ও কেহুই কোন সহযোগিতা করেনি। পরে আমার ছোট ভাই মোকবল হোসেন প্রবাস থেকে ফিরে এসে ৪ ফেব্রুয়ারী ২০২৪ সালে আদালতে একটি মামলা দায়ের করেন। কিন্তু আদালতে মামলা থাকার পরও মহিউদ্দিন মিঠু চেয়ারম্যান ও তার ছোট ভাই সোহরাব হোসেন শিপু লোকজন দিয়ে ২৪ আগস্ট আমাদের জমির মধ্যে ছোট ছোট উন্নত মানের ফলের গাছ ছিলো ৩০০ গাছের চারা, গাছের মূল্য পাঁচ লক্ষ টাকা এক একটা গাছের চাচার দাম ১,০০০ হাজার টাকা থেকে ১৫,০০ টাকা পর্যন্তি,গাছ গুলো হলো আম গাছ, কাঠাল গাছ, লিচু গাছ,জাম গাছ,নাসপাতি গাছ, তারা তাদের বারাটিয়া লোক দিয়ে গাছ গুলো কেটে ফেলে। সেখানে একটি ঘর তুলার চেষ্টা করে পরে আমরা থানায় একটা অভিযোগ করি পরে থানার ওসি সাহেব , A,si, হান্নান কে দায়িত্ব দেয়। তাদেরকে ঘর তুলতে নিষেধ করে তারা তখন পুলিশের বাধা অতিক্রম করে ঘর উঠিয়ে সাইনবোর্ড লাগিয়ে দেয়। এখন তারা আমাদেরকে হুমকী দিয়ে আসছে, আমরা যদি জমি নিয়ে বারাবারি করি তাহলে আমাদের হত্যা করে ফেলবে বলে। তাই আমরা ন্যায় বিচারের পেতে বাংলাদেশ পুলিশ প্রসাশনের কাছে ও রাষ্ট্রের প্রদানের কাছে আকুল আবেদন করছি। মানব বন্ধন উপস্থিত ছিলেন হুমায়ন কবির, মহাসিন, আল আমিন বাশার, খলিল, মোবারক হোসেন, বজলু ফকির, আবু সাঈদ, নাঈম, মানিক,, শরীফ।
এ বিষয় নিয়ে ধামতি ইউনিয়ন চেয়ারম্যান কে ফোন করলে উনার মোঠো ফোনে সংযোগ করা যায়নি।