মোঃ আব্দুর রহিম, নড়াইল জেলা
২৪ জুলাই রাত পৌনে ১ টার দিকে যোগানীয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত তানভির নড়াগাতী থানার বাঐসোনা গ্রামের আজিজুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ. এম. তারেক ও এএসআই (নিঃ) মোঃ মাহমুদ করিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে যোগানীয়া এলাকা থেকে তানভীরকে আটক করে। এ সময় তার কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান বলেন, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।