1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন

নড়াইলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

 

 

এস এম শরিফুল ইসলাম ,নড়াইল

নড়াইলের কালিয়ায় উপজেলার নড়াগাতীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বুধবার (১১সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে নড়াগাতী থানায় সাংবাদিক জিহাদুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। মামলা নং-০৪ নড়াগাতী থানা

 

মামলার বাদি ও এজাহার সূত্রে জানা গেছে, সোমবার (৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে কালিয়া উপজেলার বল্লাহাটি গ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের ছবি ও সংবাদ সংগ্রহে করতে যান চ্যানেল এস এর হাচিবুর রহমান, দৈনিক সকালের সময়ের জিহাদুল ইসলাম, দৈনিক খবরের শেখ ফসিয়ার রহমান। এসময় বল্লাহাটি গ্রামের আজম মোল্যার নেতৃত্বে, মুজিবুর রহমান, আজিবর মোল্যা, হাসান কাজী ও রাজিব হাওলাদারসহ অন্তত ৪০ থেকে ৫০ জন প্রশাসন ও সাংবাদিকদের ওপর হামলা চালায়।

 

 

হামলায় আহত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুনসহ সাংবাদিক জিহাদুল ইসলাম, ফসিয়ার রহমান, হাচিবুর রহমান। এর মধ্যে জিহাদুল ও ফসিয়ারের অবস্থা গুরতর হওয়ায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। হামলার সময় সাংবাদিকদের মোটরসাইকেল ভাঙচুরসহ ক্যামেরা, মোবাইল ও নগদ অর্থ ছিনিয়ে নেয় আসামীরা।

 

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বুধবার বিকালে বলেন, সাংবাদিক জিহাদুল ইসলাম মামলা করলে ঘটনার পরপরই আসামিরা এলাকা থেকে পালিয়েছে। তবে তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট