কবি : শাওন খন্দকার
এখনো যারা শোষকের দলে
কথা বলে যায় এক সুরে,
তারা কি বলো সভ্য মানুষ!
রবে জনতার মন জুড়ে ?
মানুষের খুনে তাদের হাত
হয়ে গেছে লাল, রঙে রঙিন,
তরুণদের হাতে গড়া হবে
স্বপ্নের দেশ, নতুন দিন।
ছাত্র সমাজ জেগে উঠেছে-
উঁকি দিচ্ছে সূর্যটা,
তাদের দুর্গে পরাজয় আর
আমাদের বিজয় গাথা।
তরুণরা যখনই জেগেছে,
অন্ধকার কেটে গিয়ে
আশার আলো ফুটেছে।
ছাত্ররা যখনই জেগেছে,
রক্ত দিয়ে নতুন দিনের
ইতিহাস লিখেছে।