কামরুল হাসান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুইজ প্রতিযোগীতায় আবরার হাসিন দিদার উপজেলা থেকে জাতীয় পর্যায়ের প্রতিযোগী।
ইতিহাস ও ঐতিহ্যের ধারক-বাহক নাগেশ্বরী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র আবরার হাসিন দিদার বাংলাদেশ স্কাউটস কর্তৃক আয়োজিত জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপি প্রোগ্রাম ২০২৫,প্রাথমিক শাখায় উপজেলা,জেলা ও অঞ্চল(দিনাজপুর)পর্যায়ে প্রথম হয়ে এখন জাতীয় পর্যায়ের প্রতিযোগী এই মেধাবী শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায় তার মা আফলীনা খাতুন হ্যাপী একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাবা আব্দুর রাজ্জাক রনি ব্যাটেলিয়ান আনসারের অ্যাডজুট্যান্ট অফিসার হিসাবে কর্মরত।তাদের দুই সন্তানের মধ্যো দিদার প্রথম।
দিদারের এই মেধাবী কৃতিত্বে তার মা-বাবা,আত্বীয়- স্বজন ও শিক্ষকরা গর্বিত।