মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা, নির্বাহী পরিচালক দৈনিক সাতক্ষীরা দিগন্ত।
আগামীকাল মঙ্গলবার, ২৯ জুলাই, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নে আসছেন বিএনপির উপজেলা শীর্ষ নেতৃবৃন্দ। এই সফরে তাঁরা স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অংশ নেবেন বিএনপির সদস্য নবায়ন ও ফরম বিতরণ অনুষ্ঠানে।
দলীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। এতে সিরাজগঞ্জ জেলা ও উপজেলা বিএনপির অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে সদস্য নবায়নের ফরম বিতরণ করা হবে। সেইসঙ্গে পুরাতন সদস্যদের নবায়ন কার্যক্রম চালানো হবে।
এছাড়া নেতারা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কাঠামো ও নদীভাঙনসহ বিভিন্ন জনদুর্ভোগ বিষয়েও আলোচনা করবেন।
– ইউনিয়ন পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি জোরদার করা
– আগামী নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সদস্য নবায়ন
– জনগণের সমস্যা সরেজমিনে শুনে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ
এদিকে বিএনপি নেতৃবৃন্দের আগমনকে ঘিরে নাটুয়ারপাড়া ইউনিয়নে কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছেন।
এর আগেও নাটুয়ারপাড়া ইউনিয়নের চরাঞ্চল ও নদীভাঙনপ্রবণ এলাকাগুলোতে বিএনপি নেতারা পরিদর্শনে আসেন এবং ভুক্তভোগীদের পাশে থাকার আশ্বাস দেন।