1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন

নিখোঁজ ভাইয়ের খোঁজে নীরব কান্না -ঈদের আনন্দ বিষাদে ভরপুর

শহিদুল ইসলাম, জামালপুর জেলা প্রতিনিধি।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম, জামালপুর জেলা প্রতিনিধি।

 

নিঃশব্দ কান্না আর অনিশ্চয়তার প্রহর গুনছেন মোঃ আব্দুর রহমান ও তাঁর পরিবার। ঈদের আনন্দ যেখানে হওয়ার কথা ছিল মিলন ও খুশির প্রতিচ্ছবি, সেখানে এখন শুধুই শূন্যতা আর আশাহীন অপেক্ষা। কারণ, ঈদের আগে থেকেই নিখোঁজ রয়েছেন তাঁর ছোট ভাই মোঃ আল মামুন।

 

জানা গেছে, মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন আল মামুন ঈদের আগে কোরবানির গরু বিক্রির উদ্দেশ্যে প্রতিবেশী গরু ব্যবসায়ী মোঃ মতিউর রহমানের সঙ্গে যান ঢাকার সাইনবোর্ড শান্তিধারা এলাকায় একটি গোহাটিতে। তাঁদের সঙ্গে আরও কয়েকজন গরুর পাইকার ছিলেন। কিন্তু ঈদের ঠিক আগের দিন, গরু বিক্রির পর থেকে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান আল মামুন। কোথায় গেলেন, কীভাবে হারিয়ে গেলেন—তা আজও পরিবারের কেউ জানেন না।

 

পরিবারের সদস্যরা রাজধানীর বিভিন্ন স্থানে খোঁজ করেছেন। আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করেছেন, এমনকি বিভিন্ন হাসপাতাল, থানা ও মর্গেও খোঁজ চালিয়েছেন। কিন্তু কোথাও আল মামুনের সন্ধান মেলেনি।

 

এ বিষয়ে নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবুও এখনও পর্যন্ত কোনও তথ্য কিংবা ইঙ্গিত মেলেনি তাঁর অবস্থান সম্পর্কে।

 

মোঃ আব্দুর রহমান বলেন,

 

> “আমার ভাই মানসিকভাবে একটু দুর্বল। তবে সে কখনো এমনভাবে হারায়নি। আমরা দিনরাত খুঁজছি। যদি কেউ তাকে দেখে থাকেন, দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।”

 

 

 

আল মামুনের হঠাৎ নিখোঁজ হওয়ায় তার পরিবার গভীর হতাশায় ভুগছে। ঈদ যে ছিল আনন্দ আর মিলনের উৎসব, তা যেন তাদের কাছে রূপ নিয়েছে এক বিষাদের গল্পে।

 

নিখোঁজ আল মামুনের বয়স আনুমানিক ৩৫ বছর। গায়ের রং উজ্জ্বল শ্যামলা, উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি। তিনি মানসিকভাবে কিছুটা অপ্রকৃতিস্থ। কেউ যদি তাঁর খোঁজ পান বা দেখে থাকেন, অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ: মোঃ আব্দুর রহমান — ০১৭৭১৯১৪৯৩১/০১৭৩৪২৮৪৪১০

 

একটি মানুষ, একটি পরিবার, একটি জীবনের স্বপ্ন—আজ হারিয়ে যাওয়া এক ভাইকে খুঁজছে। আপনি-ই হতে পারেন সেই আশার আলো। আপনার সহানুভূতি ও সাহায্যই ফিরিয়ে দিতে পারে একটি পরিবারকে তাদের প্রিয়জনকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট