1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:০১ অপরাহ্ন

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত ।

মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা, বিভাগীয় প্রধান বরিশাল।
  • প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

 

বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরনসহ বিভিন্ন আয়োজনে পটুয়াখালীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উদযাপিত।

১৮ ডিসেম্বর বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালী শুরু করে বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে র‍্যালী শেষ হয়। র‍্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরছকারের সভাপতিত্বে ও কারিগরি প্রশিক্ষন কেন্দ্র ( টিটিসি) এর ইন্সপেক্টর রাশেদুজ্জামানের সঞ্চালনায় আলোচচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পটুয়াখালীর সহকারি পরিচালক আরজু আক্তার শারমিন। বিশেষ অতিথি হিসেবে দিবসের প্রতিপাদ্য বিষয় আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মাঈনুল হাসান। আরো বক্তব্য রাখেন কারিগরি প্রশিক্ষন কেন্দ্র পটুয়ওাখালীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, প্রবাসী কল্যান ব্যাংক পটুয়াখালীর ব্যবস্থাপক কে এম কামরুল হাসান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর এসএভিপি ও শাখা প্রধান মো. খলিলুর রহমান, জেলার সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরনকারী যোদ্ধা মালয়েশিয়া প্রবাসী মো. সাইফুল ইসলাম। সভায় জেলায় সর্বোচ্চ রেমিটেন্স প্ররনকারী মালয়েশিয়া প্রবাসী দুমকি নিবাসী মো. সাইফুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সভার সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার ও প্রবাসী কল্যান ব্যাংকের ব্যবস্থাপক কে এম কামরুল হাসান। সাইফুল ইসলাম দুই কোটি একত্রিশ লক্ষ চৌষট্টি হাজার তেষট্টি টাকা রেমিটেন্স প্রেরন করেছেন। এছাড়া সভায় টিটিসি থেকে প্রশিক্ষন নিয়ে মালয়েশিয়া গমনোচ্ছুক যুবক মো. জাহিদুল ইসলামকে দুই লক্ষ ৫০ হাজার টাকা ঋনের একটি চেকা হস্তান্তর করা হয়। সভায় প্রবাসী কর্মীদের সনতান প্রতিবন্ধী মো. সিয়ামকে ১২ হাজার টাকা, আতিকুর রহমানকে ৩৪,০০০ টাকা, মিথিল হোসেনকে ২৭,৫০০ টাকা ও আরাফাতকে ৩৪ হাজার টাকা মেধাবী বৃত্তি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট