মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা,বিভাগীয় প্রধান বরিশাল।
রবার্ট ষ্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল ( বিপি) এর ১৬৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে আনন্দ শোভাযাত্রা, আলোচনাসভা, কুইজ প্রতিযোগিতা ও কেককাটা অনুষ্ঠিত।
শনিবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে পটুয়াখালী জেলা স্কাউট ও জেলা রোভার উদ্যোগে আনন্দ শোভাযাত্রা শুরু করে বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয় ভবনের সামনে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পটুয়াখালী ও বরগুনা জেলা জেলা স্কাউটস এর সহকারি পরিচালক মো. ইকবাল হাসানের সভাপতিত্বে আলোচনাসভা ও কেকেকাটা এবঃ কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) যাদব চন্দ্র সরকার। স্বাগত বক্তব্য রাখেন জেলা রোভার'র কমিশনার পটুয়াখালী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাক্টর (গণিত) মো. মাহাবুব আলম। আরও বক্তব্য রাখেন জেলা রোভার এর সাধারন সম্পাদক পবিপ্রবি'র উপ-রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটু, ট্রেজারার প্রভাষক মো. মনিরুজ্জামান, সদর উপজেলা স্কাউটসের কমিশনার মো. মোস্তাফিজুর রহমান, সাবেক সদর উপজেলা কাব লিডার শাহনাজ পারভীন, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক কাব লিডার মো. সাইদুল হক আজাদ। অনুষ্ঠানে স্কাউটের জনক
রবার্ট ষ্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল (বিপি) এর উপর কুইজ প্রতিযোগিতায় বিজয়ী কাব শাখায় ১ম আব্দুল্লাহ আল আহাদ ও ২য় জি.এম সুলাইমান, স্কাউটস শাখায় ১ম জারিন আনজুম ও ২য় সামিয়া আক্তার আনিসা, রোভার শাখায় ১ম উম্মে কুলসুম ও ২য় ফারজানা ফাতিমার হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। শেষে প্রধান অতিথি যাদব সরকার কাব, স্কাউট ও রোভারদের নিয়ে ১০ পাউন্ডের কেককাটেন। উক্তসব অনুষ্ঠানে টাউন কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডিবুয়াপুর সরকারি মডেল স্কুল, দক্ষিন কালিকাপুর সরকারি স্কুল, উত্তর পশ্চিম কালিকাপুর সরকারি স্কুল, সরকারি মহিলা সমিতি স্কুল, কমলা সরকারি স্কুল , পশ্চিম কালিকাপুর সরকারি স্কুল, সরকারি লতিফ স্কুল, পুলিশ লাইনস সরকারি স্কুল ও সরকারি আবাসিক বিদ্যালয় এবং বিভিন্ন মাধ্যমিক ও কলেজ গ্রুপের দুই শতাধিক কাব, স্কাউট ও রোভার শিক্ষার্থী অংশগ্রহন করেন।